promotional_ad

নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২১ সালে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে শঙ্কা তৈরি হয়েছিল সাউথ আফ্রিকা ও ভারত সিরিজ নিয়ে। যদিও শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছিল ওয়ানডে এবং টেস্ট। তবে দুই দলের সম্মতিতে স্থগিত করা হয়েছিল ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


সেই সময় ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন কোন বছরে খেলা হবে সিরিজটি। ২০২৩ সালেও টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে সাউথ আফ্রিকায় গিয়েছিল ভারত। তবে ওই সময়ও উইন্ডো খুঁজে বের কতে পারেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।



promotional_ad

অবশেষে তিন বছর পর মাঠে গড়াতে যাচ্ছে স্থগিত হওয়া ২০ ওভারের ক্রিকেটের সিরিজটি। যার সূচিও প্রকাশ করেছে সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আগামী নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে ভারত। ৮ নভেম্বর শুরু হওয়া সিরিজটি শেষ হবে ১৩ নভেম্বর।


ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে ডারবান, সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গ এবং ক্যাবেরাতে। ভারতকে আতিথেয়তা দিতে পারলে বানিজ্যিকভাবে লাভবান হন আয়োজক দেশের ক্রিকেট বোর্ড। সাউথ আফ্রিকার ক্ষেত্রে সেটার ভিন্নতা নেই। ভারতের প্রতিটি টি-টোয়েন্টি আয়োজন করলে ১৫০ মিলিয়ন র‌্যান্ড পাবে সিএসএ।


মার্কিন মুদ্রায়যা ৮.৪ মিলিয়ন ডলার। গত বছর সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়, ১১৯ মিলিয়ন র‌্যান্ড ক্ষতি হয়েছে তাদের। সাউথ আফ্রিকার ক্রিকেটে অবদান রাখার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন সিএসএ এর লওসন নাইডো।



এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাউথ আফ্রিকার ক্রিকেটে অবদান রাখার জন্য বিসিসিআইকে আমি ধন্যবাদ দিতে চাই। ভারতের যেকোন সফর রোমাঞ্চকর ক্রিকেটের মাধ্যমে আমাদের চাহিদা পূরণ করে। আমি জানি, আমাদের সমর্থকরা সিরিজটির জন্য মুখিয়ে আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball