promotional_ad

ভারতের কোচ হতে সাক্ষাৎকার দিলেন গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লম্বা সময় ধরেই ভারতের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে আলোচনায় আছেন গৌতম গম্ভীর। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হতে চলেছেন সাবেক এই ওপেনার।


অবশ্য বিসিসিআইয়ের একাধিক সূত্র জানিয়েছিল আইপিএলের পর গম্ভীরের সঙ্গে আলোচনায় বসবেন তারা। এবার জানা গেছে ভারতের প্রধান কোচের পদের জন্য বিসিসিআইয়ের বিবেচনায় একমাত্র তিনিই আছেন। গম্ভীরকেই কোচের দায়িত্ব তুলে দিতে উঠে পড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।



promotional_ad

এই পদের জন্য আবেদনের শেষ সময়সীমা ছিলো ২৭ মে। বিসিসিআই'র সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার গম্ভীরের সাক্ষাতকার নেয়া হয়েছে। এর আগে কাউকেই মুখোমুখি সাক্ষাতের জন্য ডাকেনি বিসিসিআই।


অবশ্য এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। চলতি বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের অধীনে খেলছে ভারত। বিশ্বকাপের পরই তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বিসিসিআইয়ের। তিনি আগেই জানিয়ে দিয়েছেন চুক্তি নবায়ন করবেন না তিনি।


দ্রাবিড় অনাগ্রহী হওয়ার অভিজ্ঞ একজন কোচের খোঁজে ছিল ভারত। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসেবে আইপিএলের শিরোপা জিতিয়ে সবার নজরে এসেছেন গম্ভীর। এর আগে পরামর্শ হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ফাইনালে তুলেছিলেন ভারতীয় এই ওপেনার।



গম্ভীর তিন ফরম্যাট ভারতের হয়ে ১০ হাজারের বেশি রান করেছেন। সেই সঙ্গে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। দুই বিশ্ব আসরেই ব্যাট হাতে ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। এবার তার হাতেই উঠতে যাচ্ছে ভারতীয় দলের দায়িত্ব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball