promotional_ad

এবারের বিশ্বকাপে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে উইলিয়ামসনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বদলে গেছে পুরোনো চিত্র। টি-টোয়েন্টি এখনও যে পুরোপুরো ব্যাটারদের খেলা হয়ে যায়নি এর প্রমাণ পাওয়া গেছে চলতি বিশ্বকাপে। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে নিয়মিত সফল হচ্ছেন বোলাররা।


ফলে ব্যাটারদের কঠিন পথ পাড়ি দিতে হছে। এর ফলে বেশ কয়েকটি ছোটো দল বড় চমক দেখিয়েছে এই বিশ্ব আসরে। নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের দেয়া ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৪ রানে অল আউট হয়ে বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড।


এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ তাড়া করতে নেমেও তারা জয় পায়নি। সেদিন ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। যদিও শেষ দুই ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় জয় পেলেও টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছে তারা।



promotional_ad

শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারানোর পর সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, 'সহজাত কারণেই এখানে কম রান হয়। এসব উইকেটে ব্যাটিংয়ে ছন্দ বলতে আসলে কিছু থাকে না। এখানে মূলত লড়াই করার মতো স্কোর গড়ার উপায় খুঁজে নিতে হয় এবং অন্যান্য তুলনামূলক ভালো উইকেটের চেয়ে ভিন্ন এখানে। তবে এটিই মূলত চ্যালেঞ্জ। যা দুই দলের জন্যই থাকে। এটি পুরোপুরি ভিন্ন ধরনের ক্রিকেট। তবে এত সংক্ষিপ্ত টুর্নামেন্টে যত দ্রুত সম্ভব এর সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জিং।'


উইলিয়ামসন আরও বলেছেন, 'আমি বলতে চাচ্ছি, আমরা জানতাম যে চ্যালেঞ্জিং কন্ডিশনের মোকাবিলা করতে হবে। আমার মতে, উইকেটের বন্ধুর আচরণ আসলে প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা কঠিন। তবে একইসঙ্গে যেটা বললাম, এখানে নিখুঁত করার চেয়ে, কার্যকর উপায় বের করার চেষ্টা করতে হবে। যেটা আমরা করতে পারিনি। প্রথম দুই ম্যাচে করতে পারলে ভালো হতো।'


নিউজিল্যান্ডের ব্যর্থতার পরও উইলিয়ামসন জানিয়েছেন ক্যারিবীয় দীপপুঞ্জে খেলা সব সময়ই উপভোগ করেন তিনি। তার ধারণা ৯০ বা ১০০ রানও জেতার মতো হতে পারে সেটা বেশ ভালোভাবেই প্রমাণ করেছে এই বিশ্বকাপ। তবে এই কন্ডিশনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন উইলিয়ামসন।


তার ভাষ্য, 'বাস্তবতা হলো, এসব উইকেটে ৯০ বা ১০০ রানও জেতার মতো হতে পারে। তাই টি-টোয়েন্টি ব্যাটিং এখানে একটি নির্দিষ্টভাবে দেখতে হবে। কখনও কখনও ম্যাচ আপ পেয়ে গেয়ে হয়তো গড়পড়তার চেয়ে বেশি রান করতে পারবেন।'



'এর বাইরে এটি অনর‍্যকম, অনন্য এক অভিজ্ঞতা ছেলেদের জন্য। ক্যারিবিয়ানে আসতে আমরা সবসময় ভালোবাসি। এটি দারুণ জায়গা। বিশ্বের সব ব্যাটসম্যানের জন্যই কন্ডিশন চ্যালেঞ্জিং। তাই এখানে পথ খুঁজে নেওয়াই মূল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball