আমি শুধু আক্রমণাত্মক হতে চেয়েছি: তানজিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনিংসের প্রথম বলে বাংলাদেশ উইকেট হারালেও তানজিম হাসান সাকিবের বিপক্ষে নেপালের শুরুটা হয়েছিল চার মেরে। নিজের প্রথম বলে চার হজম করলেও পরের ৫ বলে তরুণ এই পেসার দিয়েছেন মাত্র এক রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ভয়ংকর হয়ে ওঠেন তিনি। ফুলটস বলে জায়গা বানিয়ে খেলার চেষ্টা করেছিলেন কুশাল ভ্রুর্টেল। ডানহাতি এই পেসারের শেষ মুহূর্তের সুইংয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি।


এক বল পর লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চাওয়ার প্রচেষ্টায় নাজমুল হোসেন শ??ন্তর হাতে ক্যাচ দিয়েছেন অনিল শাহ। নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট নিয়েছেন তানজিম। লেংথ ডেলিভারিতে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন রোহিত পাউডেল। তিন বলের ব্যবধানে ২ উইকেট নেয়া তানজিম নিয়েছেন মেইডেন ওভার।


নিজের কোটার শেষ ওভারের শেষ বলে কাট করতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন সন্দীপ ঝরা। নেপালের প্রথম ৫ উইকেটের চারটিই নেন তানজিম। ৪ ওভারের বোলিংয়ে দুই মেইডেন নেয়া এই পেসার খরচ করেছেন ৭ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেটি বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এ ছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে দুই মেইডেন নিয়েছেন তিনি।


promotional_ad

২৪ বলের মাঝে ২১টিই ডট বল দিয়েছেন তানজিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে এত বেশি ডট বল দিতে পারেননি আর কোন বোলার। বাংলাদেশের জয়ে এমন বোলিংয়ের জন্য হয়েছেন ম্যাচসেরাও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে তানজিম বলেন, ‘আমি শুধু আক্রমণাত্মক হতে চেয়েছি এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছি। নজর সেদিকেই ছিল।’


পুরো দলের বোলিং পরিকল্পনা নিয়ে ডানহাতি এই পেসারের ভাষ্য, ‘আমরা সবকিছু সরল রাখতে চেয়েছি। ভালো জায়গায় বোলিং করতে চেয়েছি, আতঙ্কগ্রস্ত হতে চাইনি। আমরা জানতাম এ স্কোর ডিফেন্ড করতে পারব। সেটি করতে পেরেছি।’


তানজিমের পাশাপাশি নেপালের বিপক্ষে বল হাতে উজ্জল ছিলেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যেখানে ২০টি ডট বল দিয়েছেন বাঁহাতি এই পেসার। এদিকে ২.২ ওভারে ৯ রান দেয়া সাকিবের শিকার ২ উইকেট। এমন বোলিংয়ের জন্য ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসা করলেন নাজমুল হোসেন শান্ত।


বাংলাদেশের অধিনায়কের চাওয়া, বোলাররা যেন এমন ফর্ম যেন সামনেও বজায় থাকে। শান্ত বলেন, ‘আমাদের সবই আছে। সব ফাস্ট বোলার কঠোর পরিশ্রম করেছে গত দুই-তিন বছরে। এ সংস্করণে বোলিং বিভাগ বেশ গুরুত্বপূর্ণ। আশা করি তারা ফর্মটা বয়ে নেবে।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball