promotional_ad

বাংলাদেশকে হারিয়ে প্রোটিয়াদের বিপক্ষে হারের বদলা নিতে চায় নেপাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার বিপক্ষে ১ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে নেপালের। ম্যাচ হারের পরই নেপালি দুই ব্যাটার গুলশান ঝা ও সোমপাল কামির চোখে মুখে ছিল হতাশার ছাপ। শেষ বলে ২ রানের চাহিদা মেটাতে পারেননি। খেলতে পারেননি স্নায়ুচাপ ধরে রেখে। ১ রানের হার বিশ্বকাপে জন্ম দিল আরেকটি ট্র্যাজেডির।


প্রোটিয়ার হারিয়ে দিতে পারলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হতে পারত নেপালের জন্য সুপার এইটে যাওয়ার বড় সুযোগ। তবে সেই ম্যাচটি তাদের জন্য এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তবে বাংলাদেশের সুপার এইটে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।



promotional_ad

এমন সমীকরণের ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে চমক দেখাতে চায় নেপাল। সাউথ আফ্রিকাকে হারাতে না পারলেও বাংলাদেশকে হারিয়ে সেই আক্ষেপ মেটাতে চায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা গর্বের জন্যই খেলবে। এমনতাই জানিয়েছেন নেপালের অধিনায়ক রোহিত পাওডেল।


প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছেন, 'আমরা এই পরিস্থিতি (সুপার এইট নিয়ে) নিয়ে অবগত ছিলাম। আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলব। আমরা টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চাই। আজ হয়নি, আগামী ম্যাচে সেটা করতে চাই। আজ যেই আত্মবিশ্বাস পেলাম সেটা ধরে রাখতে চাই।'


প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ হেরে গেলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নেপাল। এমনটাই মনে করেন দলটির অধিনায়ক। তিনি আরও বলেন, 'আমরা আজ যেভাবে খেলেছি এটা দেখিয়েছে আমরা এখানে কেন এসেছি। এটা আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে।'



দলের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে গর্ব করে তিনি বলেন, 'এই দল নিয়ে আমি অনেক গর্বিত। বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্বিত। আমরা খুব কাছে গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করছিলাম, শেষে গিয়ে পারিনি। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে খেলার সুযোগ পাই তাহলে এসব ম্যাচ জিততে পারব।'


১৭ জুন রাত ভোরে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেপাল। বাংলাদেশ এরই মধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জয়ের জোর সম্ভাবনা তৈরি করে ৪ রানে হেরেছিল টাইগাররা। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইট নিশ্চিত করবে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball