অন্যদের থেকে আলাদা হতে চেয়েই বিশ্বকাপে সফল ফারুকি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপটা আজীবন মনে রাখতে চাইবেন ফজলহক ফারুকি। ধারাবাহিক পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন এই পেসার। বিশেষ করে, নতুন বলে তার পারফরম্যান্স নজরে আসার মতোই। দুই দিকেই সুইং করাতে পারার দক্ষতা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন তিনি।
পাপুয়া নিউ গিনির বিপক্ষেও জ্বলে ওঠেছেন ফারুকি। ১৬ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের এই পেসার বলেছেন, বয়সভিত্তিক ক্রিকেট থেকে বাকিদের থেকে আলাদা হওয়ার চেষ্টায় আয়ত্ত করেছেন এই দক্ষতা। যা তাকে এখন দিচ্ছে সুফল।
এবারের বিশ্বকাপে একবার করে পাঁচ উইকেট ও চার উইকেটের স্বাদ পেয়েছেন ফারুকি। পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিয়েছেন ৩টি উইকেট। সব মিলিয়ে, ৩ ম্যাচে ৩.৫০ গড় ও ওভারপ্রতি ৩.৭০ রান দিয়ে উইকেট নিয়েছেন ১২টি। এখনও ১০ উইকেটও নিতে পারেননি আর কেউ।

১২ উইকেটের মধ্যে পাওয়ার প্লেতে তার শিকার সাতটি। আসরে প্রথম ছয় ওভারে ফারুকির চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ। প্রথম তিন ম্যাচ জিতে আফগানিস্তানের সুপার এইটে জায়গা করা নেওয়ায় বড় অবদান আছে তার।
ম্যাচ শেষে সাফল্যের রহস্য জানিয়ে ফারুকি বলেন, 'আমার কাছে মনে হয়, আমার ভাবনা খুব সাধারণ। যখন অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-১৬ দল খেলতাম, ভাবতাম, আমি তো বিশাল দেহী মানুষ নই।'
'এমন কেউ নই যে অনেক লম্বা ও দ্রুত গতিতে বোলিং করতে পারে। সেই সময়, আমি কেবল অন্যদের থেকে আলাদা কিছু করার জন্য নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবি…আমি সুইং বোলিং শেখা শুরু করে দেই। আর এখন এটা আমার কাছে সহজ ব্যাপার' যোগ করেন তিনি
বিশ্বকাপের আফগানিস্তানের বোলিং পরামর্শক ডোয়াইন ব্রাভো। তার সঙ্গে ফারুকির সম্পর্ক বেশ ভালো। সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি ও টি-টেন লিগে দুইজনে খেলেছেন একই ক্লাবে। তখন থেকেই দুটি বিশ্বকাপ জয়ী ব্রাভোর কাছ থেকে নানা পরামর্শ নিয়ে আসছেন ফারুকি।
এখন জাতীয় দলের সঙ্গে ক্যারিবিয়ান তারকাকে পাওয়ায় তার সঙ্গে কাজ করার সুযোগ বেড়ে গেছে ফারুকিসহ দলের অন্যান্য বোলারদের। ফারুকি বলেন, 'ব্রাভো, তার সঙ্গে গত চার বছর ধরে আছি। প্রতিবারই একই দলে তার সঙ্গে খেলেছি… ডেথ ওভারে আমরা কীভাবে বোলিং করব, গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কীভাবে বোলিং করব, সে বিষয়ে তিনি আমাদের কিছু পরামর্শ দেন। তিনি সবার মেন্টর।'
'তিনি পুরোনো বলের বোলার, ডেথ ওভারের। তবে নতুন বলে আমি যাই করি না কেন, সেটা আমার দক্ষতা। তিনি শুধু আমাকে সমর্থন করেন। তিনি বলেন, ‘তুমি ভালো করছো’ এবং এটাই মূল বিষয়, যদি আপনি সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে কিছু সমর্থন পান... তিনি আমাকে পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে ডেথ ওভারে, চাপের সময় কীভাবে বোলিং করব, স্লোয়ার বল কীভাবে ব্যবহার করব, লেংথ বলটা কীভাবে ব্যবহার করব' আরও যোগ করেন এই পেসার।