promotional_ad

ওমানকে হারিয়ে সব সমালোচনা উড়িয়ে দিলেন বাটলার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। হয় পয়েন্ট ভাগাভাগিও। তবে সেই ম্যাচে ১০ ওভারে স্কটিশদের কোনো উইকেট নিতে পারেনি ইংল‍্যান্ড। পরে অস্ট্রেলিয়ার কাছে হার। তাই এক পয়েন্ট নিয়ে থাকা ইংলিশদের নিয়ে শঙ্কা জাগে সুপার এইটের আগেই বাদ পড়ার। কিন্তু ওমানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংলিশরা। 


ম্যাচ জিতে সকল সমালোচনারও জবাব দিয়েছেন অধিনায়ক জস বাটলার। অ্যান্টিগায় বৃহস্পতিবার রাতে ওমানকে মাত্র ৪৭ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। পরে বাটলার, ফিল সল্টদের ঝড়ে মাত্র ৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। 


রেকর্ড গড়া এই জয়ে নেট রান রেটে বিশাল লাফ দিয়েছে ইংলিশরা। ম্যাচের আগে থাকা -১.৮০০ নেট রান রেটকে বাড়িয়ে +৩.০৮১ করে ফেলেছে। যার সৌজন্যে এখন সুপার এইটে খেলার সম্ভাবনাও অনেক বেড়ে গেছে জশ বাটলারের দলের।


promotional_ad

অথচ বৃষ্টির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ও অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হারের পর সমালোচকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় ইংলিশদের। বরাবরের মতোই নিজ দেশের সংবাদমাধ্যমেরই বেশি কটাক্ষের শিকার হন তারা।


তাই তো ওমানের বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণ মঞ্চে সমালোচকদের একরকম জবাবই দিলেন বাটলার। তিনি বলেন, 'আমার মতে বোলাররাই ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছে।'


'আমরা শুরুতেই দ্রুত উইকেট পেয়ে যাই এবং তাদের গুঁড়িয়ে অল্পেই আটকে রাখি। তো আজকের কাজ শেষ। দুই দিনের মধ্যে আমাদের আরেকটি বড় ম্যাচ' যোগ করেন তিনি।


সমালোচনার জবাব দিয়ে বাটলার বলেন, 'আমি দীর্ঘ দিন ধরে খেলছি। তাই জানি এসব (সমালোচনা) কীভাবে কাজ করে, আপনারা কীভাবে নানান মন্তব্য করেন। তো ঠিক আছে। এগুলো আপনাদের কাজের অংশ।


'আমার সমস্যা নেই। আমরা জানি আমাদের ড্রেসিং রুমে কী অবস্থা। আমাদের দলের ওপর যথেষ্ট আত্মবিশ্বাস আছে। সামনে আরেকটি বড় ম্যাচ।' আরও যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball