promotional_ad

ডমিঙ্গো ও কুকের মন্ত্রে বাংলাদেশকে হারানোর পথ খুঁজছে নেদারল্যান্ডস

promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
নেদ্যারল্যান্ডসের বিপক্ষে ম্যাচকে একেবারেই হালকা করে নেয়ার সুযোগ নেই বাংলাদেশের। কারণ এই প্রতিপক্ষের কাছেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে হারতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে। ৮ মাস পর এবার ফরম্যাট ভিন্ন হলেও রিভেঞ্জ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে ডাচরাও ছেঁড়ে কথা বলতে রাজি নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জয়কে বৃহস্পতিবারের ম্যাচের অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে দলটি। এমনটাই জানিয়েছেন, নেদারল্যান্ডসের অলরাউন্ডার লগান ফন বিক।
 
শ্রীলংকার বিপক্ষে জয় আত্মবিশ্বাস দিয়েছিল বাংলাদেশকে। সেই আত্মবিশ্বাস নিয়েই নাজমুল হোসেন শান্তর দল লড়তে নেমেছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। কিন্তু নিউ ইয়র্কের মাঠে তীরে এসে তরী ডুবে টাইগারদের। ৪ রানে হেরে সুপার এইটের পথে একটু হলেও বাঁধা পড়েছে সাকিব-শান্তদের।

বাংলাদেশের জন্য সুখবর এখনও তাদের হাতে আছে দুটি ম্যাচ। ১৩ জুন নেদারল্যান্ড ও ১৭জুন নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। তবে ম্যাচ বাই ম্যাচ আগালে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ডাচদের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই সুপার এইটের রাস্তা আরেকটু সহজ হবে টাইগারদের।
 
নেদারল্যান্ডসও অবশ্য বাংলাদেশকে হারিয়ে দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তা ছাড়া এই ম্যাচে টাইগারদের হারিয়ে দিলে তাদেরও সুপার এইটের পথ খোলা থাকবে। ভন ফিক বলেন, 'গত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিয়েছি। আশা করছি ওই আত্মবিশ্বাসটা আমাদের কাল কাজে দেবে। আমরা জানি নিজেদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি। আমরা এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে নামব।'
 
নেদারল্যান্ডসকে হারানোর কাজটা একেবারেই সহজ হবে না বাংলাদেশ। কারণ দলটির প্রধান কোচ হিসেবে আছেন রায়ান কুক। আর এই কুক খুব ভালোভাবেই চেনেন বাংলাদেশকে। কারণ ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে কাজ করেছেন তিনি।

দায়িত্বরত ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে। তাই সাকিব, শান্ত বা লিটনদের ভাবনা কেমন তা খুব ভালোভাবেই জানেন তিনি। আবার মুস্তাফিজ, তাসকিনরা কিরকম বোলিং করেন তাও জানেন তিনি। তাই নিজের শিষ্যদের হয়তো বাংলাদেশকে নিয়ে ভালোভাবেই পড়াশনা করিয়েই মাঠে নামাবেন কুক।
 
তা ছাড়া বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও কাজ করেছেন দলটির সঙ্গে। এই দুই কোচের টোটকা থেকেই বাংলাদেশ হারানোর মন্ত্র খুঁজছে নেদারল্যান্ডস। ভন ফিক আরও বলেন, 'আমার মনে হয় এটা (রায়ান কুক ও রাসেল ডমিঙ্গো) আমাদের জন্য বাড়তি একটা সুবিধা। রাসেল এবং রায়ান খেলোয়াড়দের খুব ভালো করে চেনে।'
 
'তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। তারা হয়ত আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে' যোগ করেন তিনি।  
 
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যার মধ্যে ৩বার জিতেছে বাংলাদেশ, একবার জিতেছে ডাচরা। এবার নিজেদের চতুর্থ জয়ের মিশনে ১৩জুন মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, সেই সঙ্গে সুপার এইটের পথ খোলা রাখতে জয়ের বিকল্প নেই শানবাহিনীর। 
 
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে কে ফেভারিট, এই প্রশ্নের উত্তরে ভন ফিক বলেন, 'কে ফেবারিট? আমি যেহেতু এখানে বসে তাই ডাচরা ফেবারিট। আমরা ডাচরা খেলোয়াড়রা আসলে এমনই। কয়েক বছরে বেশ ভালো কিছু জয় আছে আবার কিছু বাজে হারও আছে। সবশেষ কয়েক বছরের হিসেবে দল হিসেবে আমরা কোন পর্যায়ে আছি সেটার পরীক্ষা হবে।'



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball