promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার এখনই সময়, বলছেন পাওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হোঁচট খাওয়া নিউজিল্যান্ডের পরের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আয়োজকদের কাছে হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে কেন উইলিয়ামসনের দলের। এমন চাপে থাকা কিউইদের চেপে ধরতে চান রভম্যান পাওয়েল। ‘অপ্রস্তুত’ নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার এটাই উপযুক্ত সময় বলে জানান ক্যারিবীয় অধিনায়ক।


উগান্ডার পর নিউজিল্যান্ডকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে রান রেটে এগিয়ে থাকা আফগানিস্তান। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। যেকোন একটি ম্যাচে জয় পেলেই ‘সি’ গ্রুপ থেকে সুপার এইট খেলা নিশ্চিত করবে তারা। পাপুয়া নিউগিনি এবং উগান্ডার বিপক্ষে জিতে সুপার এইটে যাওয়ার খুব কাছে ওয়েস্ট ইন্ডিজ।



promotional_ad

নিজেদের শেষ দুই ম্যাচে আফগানিস্তান কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোন একটি জিতলেই সেরা আটে জায়গা করে নেবে স্বাগতিকরা। এদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারা কিউইরা আছে চাপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেই শেষ হয়ে যেতে পারে সেরা আটে যাওয়ার স্বপ্ন। এমন অবস্থায় ‘অপ্রস্তুত’ কিউইদের বিপক্ষে ভালো খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।


পাওয়েল বলেন, ‘অবশ্যই, নিউজিল্যান্ডের বিপক্ষে যদি খেলার ভালো সময় থাকে তাহলে আমার মনে হয় সেটা এখনই। আপনি যেটা বললেন, তারা খানিকটা অপ্রস্তুত। তাদের উপর চাপ আছে। কারণ এই ম্যাচটাঠিক করে দেবে টুর্নামেন্টে তারা সামনে এগোবে নাকি না। যা বলছিলাম আমরা নিউজিল্যান্ডের দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের কি করতে হবে সেটার উপর ফোকাস করছি।’


গায়ানা থেকে ত্রিনিদাদে আসার পর ম্যাচের আগে খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি নিউজিল্যান্ড। মিনিট পাঁচেক বৃষ্টি হওয়ার ফলে অনুশীলন করার মতো অবস্থায় ছিল না ব্রায়ান লারা স্টেডিয়ামের অনুশীলন উইকেট। গ্যারি স্টেড জানিয়েছেন, বৃষ্টির পর অনুশীলনের চেষ্টা করা হলেও পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে সেখানে দাঁড়ানো যাচ্ছিল না। পুরো অনুশীলন সেশন শেষ করতে না পারায় তাই হতাশা প্রকাশ করলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ।



এ প্রসঙ্গে স্টেড বলেন, ‘মিনিট পাঁচেকের মতো বৃষ্টি হয়েছে এবং অনুশীলনের জন্য রাখা উইকেটগুলো ভিজে গেছে। আমি জানি ম্যাচের উইকেট ঢেকে রাখা প্রথম চাওয়া। কিন্তু আমরা যখন ফিরে গিয়ে খেলার চেষ্টা করলাম তখন দেখি অনেকটা পিচ্ছিল, দাঁড়ানোই যাচ্ছিল না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball