ভারত-পাকিস্তান ম্যাচে চাপ অনুভব না করলে আপনি মানুষই না: নাসিম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচের জন্য অধীর আগ্রহী হয়ে বসে থাকেন ক্রিকেট ভক্তরা। রাজনৈতিক বৈরিতার কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেকদিন ধরেই। ফলে এই দুই দলের ম্যাচ দেখতে অপেক্ষায় থাকতে হয় বিশ্বকাপ বা এশিয়া কাপের জন্য।


দুই দলই এই ম্যাচে বাড়তি চাপ নিয়ে মাঠে নামে। ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা সেই চাপের কথা প্রকাশ্যেই স্বীকার করেছেন অনেকবার। পাকিস্তানের পেসার নাসিম শাহ মনে করেন এই ম্যাচে চাপ অনুভব করা স্বাভাবিক ব্যাটার। এই ম্যাচে চাপ অনুভব না করলে কাউকে মানুষ মনে করেন না এই পাকিস্তানি ক্রিকেটার।


promotional_ad

সম্প্রতি ‘দ্য ক্রিকেট মান্থলি’তে এ সাক্ষাৎকারে নাসিম বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই মুহূর্তে দুই দেশের খেলোয়াড়দের মানে অনেক বড় পার্থক্য আছে। কিন্তু কেউ যদি দাবি করে যে এই ম্যাচে কোনো চাপই নেই, তাহলে আমি বলবো, ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি চাপ অনুভব করতে হলে দুই দেশের সমর্থকদের দেখুন। খেলোয়াড়দের ওপরও অনেক চাপ থাকে। যদি আপনার ওপর এই ম্যাচের কোনো চাপ না থাকে তাহলে তো আপনি মানুষই নন।’


ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াই নিয়ে তুমুল আলোচয়ান হলেও কাগজে কলমে বেশ এগিয়ে থাকে অস্ট্রেলিয়াই। বিশ্বকাপের মঞ্চে শুধু একবার ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের নজির আছে পাকিস্তানের। তবুও ভারতের ক্রিকেটাররাই বেশি চাপে থাকেন বলে মনে করেন নাসিম।


এই ম্যাচে প্রতিটি বলেই উত্তেজনার পারদ থাকে আকাশচুম্বী। ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই শুরু হয় বিভিন্ন আলোচনা সমালোচনা। বিশেষ করে দুই দলের সেরা ব্যাটার বা বোলার কারা হতে পারেন তা নিয়ে চলতে থাকে কথার লড়াই। নাসিমের ধারণা ম্যাচের দিনে যে দলের ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করতে পারবেন তারাই জিতবেন।


নাসিম বলেন, ‘এটা এমন নয় যে চাপটা শুধু পাকিস্তানের ওপর থাকে, ভারতের ওপর নয়। আমরা নিজের চোখেই দেখতে পাই তারাও কতটা চাপ অনুভব করে। সেদিন আপনি কেমন পারফরম্যান্স করেন সেটাই গুরুত্বপূর্ণ, কারণ দুই দলেরই বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে। আমি মনে করি এটিই একমাত্র ম্যাচ যেখানে দুই দেশের ভক্তরা জড়িয়ে থাকে। এখানে আপনি কোনো বলেই বিশ্রাম নিতে পারবেন না। আপনি কীভাবে এই চাপ সামলে নেবেন সেটাই হলো গুরুত্বপূর্ণ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball