promotional_ad

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে রোহিতের চোট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রবিবার হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা হাতে চোট পেয়েছেন। শনিবার নেটে অনুশীলন করতে গিয়ে বাঁ হাতের আঙুলে ব্যথা পান তিনি।


সঙ্গে সঙ্গেই গ্লাভস খুলে হাত ঝাকাতে দেখা যায় তাকে। দ্রুতই ছুটে যান ভারতীয় দলের মেডিকেল বিভাগের কর্মকর্তা ও ফিজিও ছুটে যান। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। এরপর অবস্থা বেগতিক দেখে অনুশীলন ছেড়ে উঠে যেতে দেখা যায় তাকে। 



promotional_ad

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বল আঘাতে ব্যথা পেয়েছিলেন রোহিত। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। যদিও সেই চোট খুব একটা গুরুতর ছিল না। এরপর অনুশীলনেও ফিরেছিলেন তিনি। নিচ্ছিলেন পাকিস্তানের বিপক্ষে খেলার প্রস্তুতি।


পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ২ ম্যাচ খেলে ২টিতেই জিতে সুপার এইটে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। ভারতের বিপক্ষে হারলেই তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে।


আর ভারত জিতে গেলে তারাও ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে যাওয়ার পথ সুগম করবে। ভারতের শেষ দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে। দলে ধরে নেয়াই যায় পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে সুপার এইটে খেলা রোহিতদের অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।



সেদিক থেকে পিছিয়ে যাবে পাকিস্তান। শেষ দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোর দিকে। ফলে বোঝাই যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ পুরো গ্রুপের সমীকরণ বদলে দিতে পারে। তাই সবার চোখ থাকবে এই ম্যাচের দিকেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball