promotional_ad

ভারত ম্যাচের আগে পাকিস্তানের বাড়তি প্রেরণার প্রয়োজন দেখছেন না কারস্টেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত সুবিধা পাচ্ছে, এটা বুঝতে রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই: ডাসেন

৪ ঘন্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন র‍্যাসি ভ্যান ডার ডাসেন, ফাইল ফটো

কোচ-অধিনায়ক বদলেও যেন সফল হচ্ছে না পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে গেছে দলটি। এবার বাবর আজমের দলের সামনে প্রতিপক্ষ ভারত। সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও ভারত ম্যাচের আগে ক্রিকেটারদের বাড়তি প্রেরণা দেয়ার কারণ দেখছেন না গ্যারি কারস্টেন।


পাক-ভারত লড়াই মানেই যেন ক্রিকেটে বাড়তি কোনো উত্তাপ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই উত্তাপ সেভাবে আঁচ করা যাচ্ছে না। কেননা আসরের হট ফেভারিট ভারতের সামনে ছন্দহীন এক পাকিস্তানকেই দেখা যাচ্ছে।



promotional_ad

এই ম্যাচের উত্তাপ সম্পর্কে বেশ ভালোভাবেই জানা আছে ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কারস্টেনের। তাই হাই-ভোল্টেজ এই ম্যাচটির আগে নিজ দলকে কোনো চাপ দিতে নারাজ পাকিস্তানের নয়া এই হেড কোচ।


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

১৭ ঘন্টা আগে
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

তিনি বলেন, ‘এটি একটি বড় খেলা, ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দলকে বাড়তি অনুপ্রাণিত করার দরকার নেই। আমাদের শেষ কয়েকদিনের কথা ভুলে যেতে হবে এবং শুধু এগিয়ে যেতে হবে, এটিই একমাত্র উপায়।’


বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচসহ এখন পর্যন্ত নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলেছে ভারত। দুটি ম্যাচেই সাফল্য পেয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও একই ভেন্যুতে খেলবে ভারত। কারস্টেন অবশ্য এসব নিয়ে ভাবছেন না। নিজেদের বোলিং আক্রমণ দিয়েই ভারতকে নাজেহাল করতে চান তিনি।



কারস্টেন বলেন, 'এই বিষয়ে আমি নিশ্চিত নই কারণ আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না যে কী ঘটতে চলেছে। আমি জানি না ওদের এটি একটি সুবিধা হবে কিনা। একজন খেলোয়াড়ের পক্ষে ম্যাচ জেতানোটা কখনোই সহজ নয়। তারা (পাকিস্তান) তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একটি দল হিসেবে কাজ করব। হ্যাঁ, আমাদের ভালো পারফরম্যান্স করার জন্য কাউকে প্রয়োজন। কিন্তু এই ধরনের খেলায় একটি দলগত প্রচেষ্টার প্রয়োজন হয়। এটি একটি বড় খেলা।’


‘(যা হয়েছে) দু'দিন আগের কথা ভুলে যান। আমরা এটাকে ফিরিয়ে আনতে পারব না। যা চলে গেছে তা গেছে, তাই আমরা এগিয়ে যেতে চাই। এটি (বোলিং) অবশ্যই আমাদের একটি শক্তি। আমরা আমাদের দলের ভারসাম্য রেখে খেলতে চাই। মাঠে নামার আগে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে স্পিন বিকল্প, ভালো পেস বিকল্প এবং একটি গভীর ব্যাটিং লাইনআপ আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball