ভারত ম্যাচের আগে পাকিস্তানের বাড়তি প্রেরণার প্রয়োজন দেখছেন না কারস্টেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
২৮ মিনিট আগে
কোচ-অধিনায়ক বদলেও যেন সফল হচ্ছে না পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে গেছে দলটি। এবার বাবর আজমের দলের সামনে প্রতিপক্ষ ভারত। সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও ভারত ম্যাচের আগে ক্রিকেটারদের বাড়তি প্রেরণা দেয়ার কারণ দেখছেন না গ্যারি কারস্টেন।
পাক-ভারত লড়াই মানেই যেন ক্রিকেটে বাড়তি কোনো উত্তাপ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই উত্তাপ সেভাবে আঁচ করা যাচ্ছে না। কেননা আসরের হট ফেভারিট ভারতের সামনে ছন্দহীন এক পাকিস্তানকেই দেখা যাচ্ছে।

এই ম্যাচের উত্তাপ সম্পর্কে বেশ ভালোভাবেই জানা আছে ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কারস্টেনের। তাই হাই-ভোল্টেজ এই ম্যাচটির আগে নিজ দলকে কোনো চাপ দিতে নারাজ পাকিস্তানের নয়া এই হেড কোচ।
বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
২২ ঘন্টা আগে
তিনি বলেন, ‘এটি একটি বড় খেলা, ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দলকে বাড়তি অনুপ্রাণিত করার দরকার নেই। আমাদের শেষ কয়েকদিনের কথা ভুলে যেতে হবে এবং শুধু এগিয়ে যেতে হবে, এটিই একমাত্র উপায়।’
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচসহ এখন পর্যন্ত নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলেছে ভারত। দুটি ম্যাচেই সাফল্য পেয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও একই ভেন্যুতে খেলবে ভারত। কারস্টেন অবশ্য এসব নিয়ে ভাবছেন না। নিজেদের বোলিং আক্রমণ দিয়েই ভারতকে নাজেহাল করতে চান তিনি।
কারস্টেন বলেন, 'এই বিষয়ে আমি নিশ্চিত নই কারণ আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না যে কী ঘটতে চলেছে। আমি জানি না ওদের এটি একটি সুবিধা হবে কিনা। একজন খেলোয়াড়ের পক্ষে ম্যাচ জেতানোটা কখনোই সহজ নয়। তারা (পাকিস্তান) তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একটি দল হিসেবে কাজ করব। হ্যাঁ, আমাদের ভালো পারফরম্যান্স করার জন্য কাউকে প্রয়োজন। কিন্তু এই ধরনের খেলায় একটি দলগত প্রচেষ্টার প্রয়োজন হয়। এটি একটি বড় খেলা।’
‘(যা হয়েছে) দু'দিন আগের কথা ভুলে যান। আমরা এটাকে ফিরিয়ে আনতে পারব না। যা চলে গেছে তা গেছে, তাই আমরা এগিয়ে যেতে চাই। এটি (বোলিং) অবশ্যই আমাদের একটি শক্তি। আমরা আমাদের দলের ভারসাম্য রেখে খেলতে চাই। মাঠে নামার আগে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে স্পিন বিকল্প, ভালো পেস বিকল্প এবং একটি গভীর ব্যাটিং লাইনআপ আছে।’