promotional_ad

জয়টা দরকার ছিল, ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লো স্কোরিং থ্রিলারে অসাধারণ এক জয় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ছন্দহীন থাকা টাইগারদের জয়ে আশায় বুক বাঁধছেন তামিম ইকবাল। সাবেক এই ওয়ানডে অধিনায়ক মনে করেন, ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হয়ে পরিকল্পনা করে এগিয়ে যেতে পারে।


যুক্তরাষ্ট্র সফরে উড়াল দেয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। সিরিজটি জিতলেও সমালোচনা হতে থাকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে। ক্রিকেটারদের নিবেদন নিয়েও ওঠে প্রশ্ন। বিশেষ করে সেই সিরিজে শেষ ম্যাচটি হেরে আরও সমালোচনার জন্ম দেয় টাইগাররা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই হারে সিরিজও হারে দলটি।



promotional_ad

শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়িয়ে গেলেও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। তারপর প্রস্তুতি ম্যাচে ভারতে বিপক্ষে ৬০ রানে হার যেন টাইগারদের কঙ্কালটাই দেখিয়ে দেয়। এসব হারের পর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় দারুণ খুশি তামিম।


স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনায় তিনি বলেন, 'জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।'


এই ম্যাচে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখার দিনে মাত্র ১৭ রান খরচায় তিন উইকেট নেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার বোলিংয়ে এসে প্রথম বলেই তুলে নেন উইকেট। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে এসেছেন মুস্তাফিজ।



সেখান থেকে মুস্তাফিজ অনেক কিছু শিখেছেন দাবি করে তামিম আরও বলেন, 'মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball