promotional_ad

রঞ্জি ও আইপিএল জিতে বিসিসিআইকে শ্রেয়াসের জবাব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের পর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সহ-অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। চোটে না পড়ার পরও আফগানিস্তানের বিপক্ষে সুযোগ মেলেনি তার। এমনকি টানা খেলার কারণে বিশ্রামও দেয়া হয়নি তাকে। সেই সময় ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, শাস্তিস্বরূপ শ্রেয়াসকে স্কোয়াডে রাখেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট (বিসিসিআই)।


এদিকে সাউথ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেললেও ভালো করতে পারেননি তিনি। যেখানে শ্রেয়াসের বাজে শট সিলেকশন নিয়ে চটেছিলেন নির্বাচকরা। যে কারণে দেশে ফিরেই রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দেয়া হয়েছিল তাকে। নির্বাচকদের কথায় রাজি না হয়ে প্রথম ম্যাচ থেকে মুম্বাইয়ের কাছে বিশ্রাম চেয়েছিলেন তারকা এই ব্যাটার।



promotional_ad

রঞ্জি ট্রফির ম্যাচকে গুরুত্ব সহকারে না নেয়ায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। লম্বা সময় পর বিসিসিআইয়ের সঙ্গে এমন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন শ্রেয়াস। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ভারতের মিডল অর্ডার এই ব্যাটার জানিয়েছেন, যোগাযোগের অভাবে বেশ কিছু সিদ্ধান্ত তার পক্ষে যায়নি।


এ প্রসঙ্গে শ্রেয়াস বলেন, ‘আমার দারুণ একটা বিশ্বকাপ গিয়েছিল এবং আমি ছুটি নিতে চেয়েছিলাম যাতে আমি আমার শরীর এবং আরও কিছু জায়গা নিয়ে কাজ করতে পারি। যোগাযোগের ঘাটতিতে বেশ কিছু সিদ্ধান্ত আমার পক্ষে যায়নি।’


বিসিসিআইয়ের নেয়া বেশ কিছু সিদ্ধান্ত পক্ষে না যাওয়ায় শিরোপা জিতে জবাব দিতে চেয়েছিলেন শ্রেয়াস। যার শুরুটা হয়েছিল রঞ্জি ট্রফি জিতে। ২০২৪ মৌসুমে মুম্বাইয়ের হয়ে শিরোপা জিতেছেন তিনি। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানিয়েছেন।



নিজের ক্ষোভ নিয়ে শ্রেয়াস বলেন, ‘একটা সময় আমি সিদ্ধান্ত নিই আমি রঞ্জি ট্রফি এবং আইপিএলের শিরোপা জিতব যাতে আমার সঙ্গে যা ঘটেছে সেটার জবাব দিতে পারি। শোকরিয়া যে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball