promotional_ad

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাংলাদেশকে টানলেন শোয়েব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাগজে-কলমে কিংবা শক্তি-সামর্থ্যে যুক্তরাষ্ট্রের যোজন-যোজন এগিয়ে ছিল পাকিস্তান। তবে মাঠের ক্রিকেটে সেটার প্রতিচ্ছবি দেখাতে পারেননি বাবর আজমরা। স্বাগতিক বোলারদের চাপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। বাবর টিকে থাকলেও তার একশ স্ট্রাইক রেটের ব্যাটিং সমালোচনার কেন্দ্র বিন্দুতে।


ম্যাচ জিততে শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করতে হতো হারিস রউফকে। তবে সেটা করতে পারেননি পাকিস্তানের এই গতি তারকা। শেষ পর্যন্ত ম্যাচ সুপার ওভারে গড়ালে মোহাম্মদ আমিরের এলোমেলো বোলিংয়ে পিছিয়ে পড়ে তারা। ব্যাটিংয়ে নেমে সৌরভ নেত্রাভালকরের বিপক্ষে সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদ ও শাদাব খানরা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমেই হারতে হয়েছে পাকিস্তানকে।



promotional_ad

এমন অবিশ্বাস্য হারের পর বাবরদের নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশকে টেনে এনেছেন শোয়েব আখতার। ১৯৯৯ সালে ইংল্যান্ডের হওয়া বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়েই ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শোয়েবদের পাকিস্তানকে চমকে দিয়েছিল বাংলাদেশ। সেটার কথাই মনে করে জানিয়েছেন, পাকিস্তান কখনই জয়ের জন্য যোগ্য ছিল না।


নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে শোয়েব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জয়টা পাকিস্তানের প্রাপ্য ছিল না। কারণ, যুক্তরাষ্ট্র খুব ভালো ক্রিকেট খেলেছে। ম্যাচের নিয়ন্ত্রণে ছিল সব সময়। আমির ম্যাচটা বাঁচানোর চেষ্টা করেছে। আমির-শাহিন সবাই চেষ্টা করেছে। কিন্তু ম্যাচের ৩৭ ওভার (দুই দলের ইনিংস মিলিয়ে) পর্যন্ত যুক্তরাষ্ট্রই এগিয়ে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটা বের করতে পারিনি।’


তিনি আরও যোগ করেন, ‘এই হার খুবই হতাশাজনক। এটা মোটেও ভালো শুরুর ইঙ্গিত দেয় না। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা (লজ্জাজনক) ইতিহাস তৈরি করলাম, যেমনটা ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে করেছিলাম। তিতা সত্য হলো, পাকিস্তান কখনোই জয়ের যোগ্য ছিল না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো খেলেছে।’



পাকিস্তানের এমন পারফরম্যান্স মানতেই পারছেন না কামরান আকমল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারাকে লজ্জাজনক বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটার মনে করেন, ইংল্যান্ডের মতোদলের বিপক্ষে হারলেও সেটা মেনে নিতে পারতেন। এমনকি ক্রিকেটারদের লড়াই করতে না দেখে হতাশ তিনি।


নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেন, ‘পাকিস্তানের জন্য এমন পারফরম্যান্স লজ্জাজনক। তারা যদি ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে হারত, তাও মানা যেত। তারা যদি লড়াই করে হারত, তাও মেনে নেওয়ার মতো ছিল। কিন্তু তারা এমন দলের বিপক্ষে হারল যারা তেমন ম্যাচই খেলেনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball