promotional_ad

গণমাধ্যম ইতিবাচক জিনিস দেখায় না: ওমানের অধিনায়ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাঠে নামলে নিজের চেয়ে কেউ বড় নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার মাঠে নামার আগে এমনটাই বলেছিলেন আকিব ইলিয়াস। টি-টোয়েন্টিতে একবার শিরোপা জিতলেও সব মিলিয়ে দুনিয়ার সবচেয়ে সফল ক্রিকেটীয় দেশ অস্ট্রেলিয়া। তবে তা???ের বিপক্ষে ম্যাচটি অন্য আরেকটি ম্যাচের মতোই ভেবে নিয়েছিলেন ওমানের অধিনায়ক। যদিও মাঠের ক্রিকেটে অজিদের টেক্কা দিতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার কাছে হারের পর আকিব কাঠগড়ায় তুলেছেন গণমাধ্যমকে।


শক্তি-সামর্থ্যে অনেকটা পিছিয়ে থাকলেও বোলিং করতে নেমে অস্ট্রেলিয়াকে চাপে রাখে ওমান। ট্রাভিস হেড, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকে সেভাবে দাঁড়াতেই দেননি মেহরান খান-বিলাল খানরা। প্রথম ১০ ওভারে তাই ৩ উইকেট হারিয়ে ৫৬ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। যদিও পরের ১০ ওভারে বদলে যায় ‍দৃশ্যপট।



promotional_ad

ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরির সঙ্গে মার্কাস স্টইনিসের ৩৬ বলে অপরাজিত ৬৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেট ১৬৪ রান তোলে অজিরা। লক্ষ্য তাড়ায় মেহরান ও আয়ান খান বাদে বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। অনুমেয়ভাবেই ওমানকে হারতে হয়েছে ৩৯ রানে। এমন হারের পর ওমানের অধিনায়ক দাবি করেছেন, গণমাধ্যম ইতিবাচক জিনিস দেখায় না।


ম্যাচ শেষে এ প্রসঙ্গে আকিব বলেন, ‘গণমাধ্যমের ব্যাপারটা হলো, তারা ইতিবাচক জিনিসটা দেখায় না। তারা শুধু নেতিবাচকই দেখায়। অবশ্যই তারা সেরা ক্রিকেটার। আমরা ক্রিকেটার হিসেবে তাদের সম্মান করি, যেমনটা অন্যদেরও করি। কিন্তু যখন মাঠে নামি, তখন নিজেদের চেয়ে বড় কেউ নেই।’


৩৬ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলার পর বল হাতেও দারুণ ছিলেন স্টইনিস। ১৯ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। অথচ ব্যক্তিগত ৭ রানের সময়ই ফিরতে পারতেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার। আকিবের বলে এজ হলেও সেটা লুফে নিতে পারেননি উইকেটকিপার। যদিও সুযোগটা একেবারেই সহজ ছিল না। ওমানের অধিনায়ক মনে করেন, স্টইনিসের ক্যাচ মিসেই হেরে গেছে তারা।



আকিব বলেন, ‘এই উইকেটগুলো ‘ট্রিকি।’ কারও জন্যই সহজ নয়। প্রথম ১৪-১৫ ওভারে ম্যাচে আমাদের ভালো নিয়ন্ত্রণ ছিল। কিন্তু একটি মিস ফিল্ডিং হলো এবং ম্যাচ ছুটে গেল। তারা ভালো খেলেছে, তবে আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। টার্নিং উইকেটে তারা সত্যিই ভালো করতে পারে। আপনি দেখে থাকবেন একটি ক্যাচ ছুটল এবং পরের ওভারেই সে বড় রান নিল। এরপর থেকেই স্টয়নিস পারফর্ম করল। তবে আমাদের ছেলেদেরও কৃতিত্ব দিতে হয়। খুব ভালো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball