promotional_ad

শ্রীলঙ্কাকে উড়িয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। আগে ব্যাট করে মাত্র ৭৭ রানে অল আউট হয়েছে লঙ্কানরা। সেই লক্ষ্য ২২ বল হাতে রেখেই পেরিয়ে গেছে প্রোটিয়ারা।


ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি সাউথ আফ্রিকাও। মাত্র ১০ রানের তারা হারায় ওপেনার রিজা হেন্ডরিক্সের উইকেট। নুয়ান থুশারার গুড লেন্থে করা বলে খোঁচা দিয়ে স্লিপে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি।



promotional_ad

খানিক বাদে আউট হয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও। তিনি ফিরেছেন ১২ রান করে। দারুণ শুরু পাওয়া মার্করাম। লেগ সাইডে খেলতে গিয়ে তিনিও স্লিপে ক্যাচ দিয়েছেন। একপ্রান্ত আগলে রাখা কুইন্টন ডি কক আউট হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন।


ফলো থ্রুতে দারুণ এক ক্যাচ ধরে ফিরিয়েছেন বোলার হাসারাঙ্গাই। মূলত টাইমিংয়ের গড়বড় করে সাজঘরে ফিরেছেন তিনি। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ট্রিস্টান স্টাবসকে ফিরিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কান এই স্পিনারের বলে শর্ট কাভারে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন চারিথ আসালাঙ্গা।


এর আগে এই ম্যাচে টসে জিতে বোলিংয়ে নেমে মাত্র ৩২ রানের মধ্যে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। একপান্ত আগলে রেখে খেলতে থাকা কুশাল মেন্ডিস ফিরেছেন ১৯ রান করে। নিচের শারির ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল অ্যাঞ্জেলো ম্যাথিউস।



তিনি আউট হয়েছেন ১৬ রান করে। রানের খাতাই খুলতে পারেননি মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা। ফলে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ৭৭ রানে। অ্যানরিখ নরকিয়া মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ দুটি করে উইকেট পেয়েছেন। একটি উইকেট গেছে ওটেনেইট বার্টম্যানের ঝুলিতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball