promotional_ad

২০০ রান তাড়া করার সামর্থ্য আছে আফগানিস্তানের, বিশ্বাস রশিদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলগুলো সেমি ফাইনালে খেলতে পারে তা নিয়ে চলছে আলোচনা। বেশিরভাগ বিশেষজ্ঞই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও পাকিস্তানের কথাই বলছেন। এবার অনেকে আফগানিস্তানেরও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।


মঙ্গলবার উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে আফগানিস্তান। এই ম্যাচের আগে আফগান অধিনায়ক রশিদ খান জানিয়েছেন যারা আফগানিস্তানকে সেমি ফাইনালে দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেও রশিদ পা মাটিতেই রাখতে চান।


আফগানিস্তানের অধিনায়ক বলেছেন, ‘বিশেষজ্ঞরা আমাদের সেরা চারে দেখছেন। আমি মনে করি, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমি অবশ্য এর দিকে খুব একটা তাকাচ্ছি না। বড় ব্যাপার হচ্ছে আমরা মাঠে গিয়ে কীভাবে খেলছি।’



promotional_ad

গত ওয়ানডে বিশ্বকাপে বড় চমক দেখিয়েছিল আফগানিস্তান। তারা ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল। অল্পের জন্য তারা যেতে পারেনি সেমি ফাইনালে। সেই পারফরম্যান্সই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুপ্রেরণা আফগানদের। রশিদ জানিয়েছেন বিশ্বকাপের জন্য উন্মুখ হয়ে আছেন তারা।


রশিদ বলেন, ‘আমরা সর্বশেষ (ওয়ানডে) বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছে চলে গিয়েছিলাম। শুধু একটা ম্যাচ দূরেই ছিলাম। আমি মনে করি, সেখান থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে কিছুই অসম্ভব নয়। তাই বলব, আমরা এই বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ হয়ে আছি। কিন্তু আমি আগেও যেমনটা বলেছি, এখনো বলব—আমরা একবারে একটা ম্যাচ নিয়েই এগিয়ে যাব।’


আফগানিস্তান দলে আছেন একঝাঁক দারুণ স্পিনার। রশিদের সঙ্গে মুজিব উর রহমান ও নূর আহমেদও দারুণ ফর্মে আছেন। তবে নিজেদের ব্যাটিং আক্রমণকেও বিশ্বমানের মনে করছেন রশিদ। তাদের ব্যাটারদের ২০০ রানের লক্ষ্যও তাড়া করার সামর্থ্য আছে বলে জানিয়েছেন।


রশিদ বলেন, ‘আমাদের এমন একটি ব্যাটিং লাইনআপ আছে, যেকোনো উইকেটে ২০০ রানের লক্ষ্য থাকলেও স্বাভাবিকভাবে নেবে। আমাদের এখন এ ধরনের রানতাড়া করার সামর্থ্য, দক্ষতা এবং প্রতিভা রয়েছে। আসলে টি-টুয়েন্টি ক্রিকেট নির্ভর করছে কোন মানসিকতায় সেটা গ্রহণ করছেন। যদি বিশ্বাস থাকে পারবেন, তবে অনেককিছুই সম্ভব।’



গত কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করছে আফগানরা। তিনি আশাবাদী বিশ্বকাপেও প্রতিপক্ষ দলগুলো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন তারা। প্রত্যাশার কথা জানিয়ে রশিদ বলেন, ‘সাফল্যের অন্য আরেকটি জিনিস হল ক্রিকেট বোঝা। মনে করি, গত কয়েক বছরে আমরা যথেষ্ট ক্রিকেট খেলেছি। দক্ষতা ও খেলার ধরন উন্নত হয়েছে। আমরা এখন প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball