promotional_ad

লামিচানেকে বিশ্বকাপে নিতে সরকারের মাধ্যমে তদবির নেপালের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সন্দ্বীপ লামিচানে। এরপর থেকেই তাকে নেপালের বিশ্বকাপ দলে সুযোগ দেয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অবশ্য তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল নেপাল। আর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়ও পেরিয়ে গেছে।


এখনও এই স্পিনারকে দলে নেয়ার তোরজোড় চালিয়ে যাচ্ছে নেপাল ক্রিকেট বোর্ড। এ জন্য সরকারের মাধ্যমেও তদবির চালাচ্ছে নেপাল। আগামী ২ জুন থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর দুদিন পর অর্থাৎ ৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নেপাল।



promotional_ad

এই পরিস্থিতিতে বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে নেপালের। সাধারণত ক্রিকেটারদের চোট ও জরুরী প্রয়োজনে বদলি ক্রিকেটার নেয়ার সুযোগ আছে দলগুলোর সামনে।


এ প্রসঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ এএফপিকে বলেছেন, ‘আমরা নেপাল সরকারের মাধ্যমে দূতাবাসে তদবির চালিয়ে যাচ্ছি।’ কোন প্রক্রিয়ায় লামিচানেকে দলে নেয়া হবে এই বিষয়ে বিস্তারিত জানাননি নেপাল ক্রিকেট বোর্দের এই কর্মকর্তা।


নেপাল তাদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও পরের দুই ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রেই দলের সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা করেছিলেন লামিচানে। তবে যুক্তরাষ্ট্রের ভিসা নাকচ হয়ে গেছে লামিচানের। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছিলেন।



এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল খেলবে 'ডি' গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। ২০১৪ সালের দ্বিতীয়বারের মতো তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball