promotional_ad

টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল নেই: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন এর প্রভাব বিশ্বকাপে পড়তে পারে আবার নাও পড়তে পারে। বিশ্বকাপে সব ম্যাচই চ্যালেঞ্জিং হবে বলে ধারণা এই অলরাউন্ডারের।


ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকটি ম্যাচেই খাঁদের কিনারায় গিয়ে জিতেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে শেষ ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ব্যর্থতা এবার পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে তাই কাউকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলেই মনে করেন তিনি।


ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। বিশ্বকাপে চাপ থাকবে, স্নায়ুচাপ ধরে রাখতে হবে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’



promotional_ad

বছর দেড়েক আগে টি-টোয়েন্টি অবসর নিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। দলে সিনিয়র বলতে এখন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তরুণ যারা খেলছেন তাদের অনেকেই পারফর্ম করতে পারছেন না। তাদের আরও দায়িত্ব নেয়া প্রয়োজন কিনা জিজ্ঞেস করা হয়েছিল সাকিবকে।


তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যর্থতার জন্য কাউকে এককভাবে দোষ দিতে চান তিনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে যেকোনো কিছু হতে পারে। এই ফরম্যাটে ছোটো দল বলে কিছু নেই। যুক্তরাষ্ট্র সেই ধারণা বেশ ভালোভাবে প্রমাণ করেছে বলে মনে করেন সাকিব।


তিনি বলেন, ‘দলগত খেলা এটি। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সাথে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে।’


বিশ্বকাপে বাংলাদেশ খেলবে 'ডি' গ্রুপে। যেখানে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার সঙ্গে রয়েছে নেদারল্যান্ড ও নেপাল। কদিন আগেই জাতীয় দলের মোড়কে সাজানো ওয়েস্ট ইন্ডিজের 'এ' দলকে হারিয়ে দিয়েছে নেপাল। তাই তাদেরও হালকা করে দেখার সুযোগ দেখছেন না সাকিব। তাই বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখছেন তারা।



সাকিবের ভাষ্য, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball