promotional_ad

বাংলাদেশকে দুইবার হারানো ও সিরিজ জয় ফ্লুক নয়: আলী খান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে ১ ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। দলটির পেসার আলী খান জানিয়েছেন তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই বাংলাদেশের বিপক্ষে জিতেছেন। অনেক সময় ছোটো দলগুলো কোনো বড় দলকে হারিয়ে দিলে সেটাকে অঘটন বলে চালিয়ে দেয়া হয়।


আলীর মতে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর এটাকে ফ্লুক বলার কোনো সুযোগ নেই। কদিন পরে নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র। তারা খেলবে 'এ' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডার মতো দল।



promotional_ad

বিশ্বকাপের আগে প্রতিপক্ষ দলগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই পেসার। তিনি জানিয়েছেন তারা বিশ্বকাপে আঘটন ঘটানোর জন্য তৈরি আছেন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। সেই ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় তারা।


বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ও বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা নিয়ে আলী বলেন, 'এটা অনেক বড় অর্জন। অনেক সময় বড় দলের বিপক্ষে আমাদের জয়কে ফ্লুক মনে করা হয়। দুইবার কাউকে হারানো এবং সিরিজ জেতা কখনই ফ্লুক নয়। এর মানে হলো আমাদের প্রতিভা স্কিল ও সামর্থ্য রয়েছে নিজেদের প্রমাণ করার।'


বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সবাই আশায় ছিলেন বাংলাদেশ পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে। আলী জানালেন তারা প্রস্তুত ছিলেন সিরিজ জিততে। বিশেষ করে তাদের দল আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। তাই ভালো কিছুর আশাতেই ছিলেন তারা।



যুক্তরাষ্ট্রের এই পেসার বলেন, 'আমরা খুবই ক্ষুধার্থ ছিলাম। আমরা যেকোনো কিছু করার জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। আমাদের দল এখন খুব ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। দল হিসেবে আমরা খুবই ক্ষুধার্থ। আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অঘটন ঘটানোর জন্য তৈরি আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball