promotional_ad

ম্যানচেস্টার সিটির মনোবিদকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করতে মনোবিদ নিয়োগ দিয়ে থাকে ক্রিকেট বোর্ডরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জস বাটলাররা যাতে মানসিক ও আবেগজনিত সমস্যায় না ভোগেন এজন্য ম্যানচেস্টার সিটির মনোবিদ ডেভিড ইয়াংকে নিয়ে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ইংল্যান্ড। ম্যানচেস্টার সিটির অনুমোদন সাপেক্ষে চলমান পাকিস্তান সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে কাজ করবেন ইয়াং।


সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দল হিসেবে ভালো করতে পারেননি ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও সেরা দল নিয়ে গিয়েও ভারতের মাটিতে সাফল্যের দেখা পায়নি তারা। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো করতে না পারায় ক্রিকেটাররা মানসিকভাবে খানিকটা পিছিয়ে পড়েছিলেন। জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে ক্রিকেটারররা এই ধরনের মানসিক ও আবেগজনিত সমস্যায় না পড়েন তাই ইংল্যান্ডের সেরা মনোবিদকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।



promotional_ad

ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে ইতোমধ্যে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন ইয়াং। যদিও মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপ ফাইনালের আগে সিটির ডেরায় ফিরবেন তিনি। ২০১৬-২০২০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করা ইয়াংকে আবারও নিয়োগ দিতে বড় ভূমিকা রেখেছেন বাটলার। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ককে দারুণভাবে সমর্থন দিয়েছিলেন তিনি।


যার ফলে ইংল্যান্ডের অধিনায়কের চাওয়াতেই দেশসেরা মনোবিদকে নিয়েছে ইসিবি। আগেও কাজ করায় ক্রিকেটারদের সঙ্গে ইয়াংয়ের বোঝাপড়া ভালো বলে জানিয়েছেন ম্যাথু মট। ইংল্যান্ডের প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘সে এর আগেও ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছিল। খেলোয়াড়দের সঙ্গে তার বোঝাপোড়া ভালো। যদিও সে বর্তমানে আরেকটি চাকরি করছে কিন্তু তাকে আমরা এই সিরিজ (পাকিস্তান) ও বিশ্বকাপের জন্য পেয়েছি।’


ওয়ানডেতে চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে গেলেও সাফল্যের দেখা পায়নি ইংল্যান্ড। এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে নামবে তারা। ওয়ানডেতে ব্যর্থ হলেও মট মনে করেন, টি-টোয়েন্টি একেবারে ভিন্ন একটা খেলা। আইপিএলের উদাহরণ টেনে ইংল্যান্ডের প্রধান কোচ জানিয়েছেন রোমাঞ্চকর বিশ্বকাপ হবে এবং তারা তাদের ছন্দে ফিরে যাবে।



মট বলেন, ‘আমরা অনুভব করি আমাদের ছন্দ ফিরে পাওয়ার এবং দল হিসেব নিজেদের মেলে ধরার এটাই সময়। আমার মনে হয় টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ানডের বিপরীত। এখানে পরিস্কার ধারণা থাকায় ক্রিকেটাররা অ্যাপ্রোচ করতে পারে। আমরা আইপিএলে এটা দেখেছি। আপনি শুরু থেকেই ম্যাচ বের করে নিয়ে যেতে পারেন। বেশিরভাগ দলই এভাবে যাচ্ছে। দারুণ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball