promotional_ad

বিশ্বকাপের এক সপ্তাহ আগে চাকরি হারালেন কানাডার কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেন্ট কিটস নিজেদের প্রস্তুত করছে কানাডা। নিজেদের শেষ প্রস্ততি ম্যাচ খেলার দিনে প্রধান কোচ পুবুদু দাসানায়াকেকে বরখাস্ত করেছে কানাডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিসিএ)। ক্রিকেটারদের অসন্তোষের জের ধরে বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে পুবুদু দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।


নেপালকে দুই মেয়াদে এবং যুক্তরাষ্ট্র কোচিং করানোর পর ২০২২ সালের জুলাইয়ে দ্বিতীয়বারের মতো কানাডার কোচ হিসেবে ফেরেন দাসানায়াকে। শ্রীলঙ্কা ও কানাডার সাবেক ক্রিকেটার দায়িত্ব নেয়ার পর থেকেই সাফল্য পেতে শুরু করেছে দলটি। তার অধীনে আমেরিকান অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উঠে কানাডা।



promotional_ad

যার ফলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় তারা। ২০২৩ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে উঠে ফিরে পায় ওয়ানডে মর্যাদাও। সিডব্লিউসি চ্যালেঞ্জ লিগ থেকে প্রমোশন পেয়ে সিডব্লিউসি লিগ-২ তে জায়গা করে নিয়েছে। যেখানে এখন পর্যন্ত অপরাজিত হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কানাডা। এমন সাফল্যের পরও তাকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না কানাডার ক্রিকেটাররা।


ক্রিকবাজ জানিয়েছে, প্রধান কোচকে অসন্তোষ প্রকাশ করে বোর্ডকে চিঠিও লিখেছেন ক্রিকেটাররা। যদিও সেখানে তাদের কারও নাম ছিল না। সন্ধ্যায় এ নিয়ে বোর্ড সভায় বসবেন ক্রিকেট কানাডার কর্মকর্তারা। যদিও সদ্যই সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেয়া গুরুদীপ ক্লেইর কোচকে চাকরি না থাকার বিষয়টি জানিয়ে দিয়েছেন। এদিকে এখনও বিকল্প কোচ হিসেবে কারও নাম প্রকাশ করেনি দেশটির ক্রিকেট বোর্ড।


গত মাসে নির্বাচনের পর দায়িত্ব নিয়েই অভিজ্ঞ নিখিল দত্তকে বাদ দিয়েছে তিন সদস্যের নির্বাচক প্যানেল। এবার প্রধান কোচকে সরিয়ে দিয়েছে তারা। নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেয়া তা এখনও চূড়ান্ত হয়নি। নতুন কোচ এসে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। শুধু তাই নয় বিশ্বকাপের সপ্তাহখানেক আগে দায়িত্ব নিয়ে আইসিসির টুর্নামেন্টে কেমন করবে সেটাও আলোচনায় থাকছে।



বিশ্বকাপের এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে কানাডা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। আগামী ২ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কানাডা। এরপর যথাক্রমে আয়ারল্যান্ড, পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball