promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে প্রত্যাশা অ্যামব্রোসের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি শিরোপা জেতা প্রথম দল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালের পর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে ইংল্যান্ড। এবার ঘরের মাঠে ২০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ খেলছে ক্যারিবীয়রা।


শিরোপা জয় করতে পারলে ইংল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। এবার ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ক্যারিবীয় কিংবদন্তী কার্টলি অ্যামব্রোস। তার বিশ্বাস এবার ব্যর্থতার পর্দা সরিয়ে নিজেদের মেলে ধরতে পারবেন তারা।



promotional_ad

এবারের বিশ্বকাপে ক্যারিবীয় দলকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। তারুণ্য নির্ভর এই দলকে ভিন্ন মনে হচ্ছে অ্যামব্রোসের। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সই বড় স্বপ্ন দেখাচ্ছে এই ক্যারিবীয় কিংবদন্তীকে। তারা সাউথ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে।


ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি প্রত্যাশা নিয়ে অ্যামব্রোস বলেন, 'আমার বিশ্বাস, ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলা শুরু করলে আমরা ট্রফি জিততে পারব। এটা (বিশ্বকাপ জেতা) সহজ হবে না। তবে আমরা দুই দেশের মধ্যে একটি, যারা দুইবার শিরোপাটি জিতেছি। তাই আমরা এটাকে তিন বানানোর চেষ্টা করব। আর ঘরের মাঠে কোনো দল এই শিরোপা জিততে পারেনি। তাই ছেলেদের ভালো করার জন্য এসব অনুপ্রেরণা জোগাবে এবং আশা করি, তারা পারবে।'


বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলবে 'সি' গ্রুপে যেখানে তারা মোকাবেলা করবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডার। বড় কোনো অঘটন না ঘটলে দ্বিতীয় পর্বে পা রাখতে খুব একটা চ্যালেঞ্জে পড়তে হবে না স্বাগতিকদের। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা।



ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই বিশ্বকাপের আগে অনুজদের সতর্ক করে দিয়েছেন অ্যামব্রোস। কারণ এই ফরম্যাটে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। এ ছাড়া ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে টপকে শিরোপা জিততে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে।


ক্যারিবীয় ক্রিকেটারদের পরামর্শ দিয়ে অ্যামব্রোস বলেন, 'আমার অনেক ক্রিকেটারকেই ভালো লাগে। তাদের ভালো করা দেখার জন্য মুখিয়ে আছি। গর্বিত অ্যান্টিগাবাসী ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হিসেবে আমি চাই ওয়েস্ট ইন্ডিজ জিতুক। কাজটা সহজ হবে না। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলেরই অন্য যেকোনো দলকে হারানোর সমান সুযোগ থাকে। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন। রোমাঞ্চকর এক টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমি ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball