promotional_ad

বাইরের ঘটনাগুলো হার্দিকের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে, স্বীকারোক্তি বাউচারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

এবারের আইপিএলের শুরু থেকেই বাজে সময় কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া। শুধু খেলোয়াড় হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এই অলরাউন্ডারকে। আসরের শুরু থেকেই দর্শকের 'দুয়ো' শুনে আসায় হার্দিকের পারফরম্যান্সে যে নেতিবাচক প্রভাব ফেলেছে, সেটি অবশেষে স্বীকার করে নিয়েছেন মার্ক বাউচার।


আইপিএল শুরুর আগে পাঁচবারের শিরোপাজয়ী রোহিত শর্মার কাছ থেকে যখন হার্দিকের কাঁধে নেতৃত্ব যায় তখন থেকেই রোহিত ও মুম্বাই সমর্থকদের রোষানলে পড়েন হার্দিক। যার স্পষ্ট প্রভাব পড়েছে দলটির পারফরম্যান্সে।



promotional_ad

১৪ ম্যাচে মাত্র চারটিতে জিতেছে হার্দিকের মুম্বাই। তার নিজের পারফরম্যান্সও ছিল খারাপ। ১৩ ইনিংসে ১৮ গড় এবং ১৪৩.০৪ স্ট্রাইক রেটে মাত্র ২১৬ রান আসে এই অলরাউন্ডারের ব্যাটে। বল হাতে ১২ ইনিংসে ১১ উইকেট নেন তিনি। ইকোনমি রেট ১০.৭৫।


মৌসুম শেষে তার পারফরম্যান্স বিবেচনা করতে গিয়ে মুম্বাইয়ের হেড কোচ বাউচার বলেন, 'আমার মনে হয় সে যদি এখানে থাকে তাহলে সে নিজেও তার পারফরম্যান্স নিয়ে হতাশ হবে। অধিনায়ক হিসেবে, আমি বলব সে এই আসরে ভালো কিছু ম্যাচ কাটিয়েছে। তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে, এটা হয়ত তার চিন্তাশক্তিতে প্রভাব ফেলেছে। নেতা হিসেবে এটা তার জন্য কঠিন হয়ে গিয়েছে।'


মুম্বাইয়ের সমর্থকরা খেলা চলার সময় মাঠে ঢুকে পড়া কুকুরকে দেখেও 'হার্দিক হার্দিক...' স্লোগান দিয়েছে। একটি ম্যাচে এমনও হয়েছে, হার্দিককে দুয়ো না দিতে দর্শকদের অনুরোধ করেন খোদ রোহিতই! তবে অধিনায়ক হিসেবে এমন অভিজ্ঞতা হার্দিকের সেরাটা বের করে আনবে বলে বিশ্বাস বাউচারের।



তিনি আরও বলেন, 'আমাদের ড্রেসিং রুমে সে অনেক সমর্থন পেয়েছে। তবে খেলোয়াড় হয়ে এসবের মধ্য দিয়ে যাওয়া অনেক কঠিন। সে যেসবের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য সমবেদনা রইল। এমন কিছুর মধ্য দিয়ে সে যাচ্ছে যা সে মনেও করতে চাইবে না। নেতৃত্বগুণ বাড়িয়ে নেয়ার জন্য এটা অবশ্যই হার্দিকের জন্য শিক্ষা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball