বাইরের ঘটনাগুলো হার্দিকের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে, স্বীকারোক্তি বাউচারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিন শেষে একজন পান্ডিয়ারই জেতার কথা ছিল: ক্রুনাল
৮ এপ্রিল ২৫
এবারের আইপিএলের শুরু থেকেই বাজে সময় কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া। শুধু খেলোয়াড় হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এই অলরাউন্ডারকে। আসরের শুরু থেকেই দর্শকের 'দুয়ো' শুনে আসায় হার্দিকের পারফরম্যান্সে যে নেতিবাচক প্রভাব ফেলেছে, সেটি অবশেষে স্বীকার করে নিয়েছেন মার্ক বাউচার।
আইপিএল শুরুর আগে পাঁচবারের শিরোপাজয়ী রোহিত শর্মার কাছ থেকে যখন হার্দিকের কাঁধে নেতৃত্ব যায় তখন থেকেই রোহিত ও মুম্বাই সমর্থকদের রোষানলে পড়েন হার্দিক। যার স্পষ্ট প্রভাব পড়েছে দলটির পারফরম্যান্সে।

১৪ ম্যাচে মাত্র চারটিতে জিতেছে হার্দিকের মুম্বাই। তার নিজের পারফরম্যান্সও ছিল খারাপ। ১৩ ইনিংসে ১৮ গড় এবং ১৪৩.০৪ স্ট্রাইক রেটে মাত্র ২১৬ রান আসে এই অলরাউন্ডারের ব্যাটে। বল হাতে ১২ ইনিংসে ১১ উইকেট নেন তিনি। ইকোনমি রেট ১০.৭৫।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের
৪ ঘন্টা আগে
মৌসুম শেষে তার পারফরম্যান্স বিবেচনা করতে গিয়ে মুম্বাইয়ের হেড কোচ বাউচার বলেন, 'আমার মনে হয় সে যদি এখানে থাকে তাহলে সে নিজেও তার পারফরম্যান্স নিয়ে হতাশ হবে। অধিনায়ক হিসেবে, আমি বলব সে এই আসরে ভালো কিছু ম্যাচ কাটিয়েছে। তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে, এটা হয়ত তার চিন্তাশক্তিতে প্রভাব ফেলেছে। নেতা হিসেবে এটা তার জন্য কঠিন হয়ে গিয়েছে।'
মুম্বাইয়ের সমর্থকরা খেলা চলার সময় মাঠে ঢুকে পড়া কুকুরকে দেখেও 'হার্দিক হার্দিক...' স্লোগান দিয়েছে। একটি ম্যাচে এমনও হয়েছে, হার্দিককে দুয়ো না দিতে দর্শকদের অনুরোধ করেন খোদ রোহিতই! তবে অধিনায়ক হিসেবে এমন অভিজ্ঞতা হার্দিকের সেরাটা বের করে আনবে বলে বিশ্বাস বাউচারের।
তিনি আরও বলেন, 'আমাদের ড্রেসিং রুমে সে অনেক সমর্থন পেয়েছে। তবে খেলোয়াড় হয়ে এসবের মধ্য দিয়ে যাওয়া অনেক কঠিন। সে যেসবের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য সমবেদনা রইল। এমন কিছুর মধ্য দিয়ে সে যাচ্ছে যা সে মনেও করতে চাইবে না। নেতৃত্বগুণ বাড়িয়ে নেয়ার জন্য এটা অবশ্যই হার্দিকের জন্য শিক্ষা।'