promotional_ad

শেষ মুহূর্তে সাইফউদ্দিনের বাদ পড়া দুর্ভাগ্যজনক: ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির কাছে গত ৩০ এপ্রিল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে মোহাম্মদ সাইফউদ্দিনকে রেখেছিলেন বাংলাদেশ দলের নির্বাচকরা। তবে মঙ্গলবার ঘোষিত চূড়ান্ত দলে জায়গা হয়নি পেস বোলিং এই অলরাউন্ডারের। এমনকি স্ট্যান্ডবাই তালিকাতেও নেই সাইফউদ্দিন।


সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে খেলে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। বিশেষ করে শেষ ম্যাচে ৪ ওভারে ৫৫ রান খরচা করেছিলেন তিনি। নিয়েছিলে একটি উইকেট। এই ম্যাচের পারফরম্যান্সই সাইফউদ্দিনকে বিশ্বকাপ দল থেকে ছিটকে দিয়েছে। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। 



promotional_ad

সাইফউদ্দিন আচমকা বাদ পড়ায় অবাক হয়েছেন ইমরুল কায়েস। এই ওপেনার ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে জানিয়েছেন এক ম্যাচের পারফরম্যান্স দেখে একজন ক্রিকেটারকে বাদ দেয়া উচিত হয়নি। এটাকে সাইফউদ্দিনের দুর্ভাগ্য বলেও আখ্যা দিয়েছেন তিনি। তাকে এখনও ডেথ ওভারে বাংলাদেশের অন্যতম সেরা পেসার ভাবেন ইমরুল।


তিনি বলেছেন, 'একটি ম্যাচে সে ভালো করতে পারেনি। ওই সিরিজে একটা ম্যাচ হয়তো খারাপ করেছে। এরপর দেখলাম যে সে স্কোয়াডে নাই। এটা খুবই দূর্ভাগ্যজনক। একজন প্লেয়ার যদি একটি ম্যাচে খারাপ করে। বাদ পড়ে যায়, বিপিএলে সে সুন্দর পারফরম্যান্স করেছে... আমার মনে হয় ডেথ ওভারে যদি ভালো বোলার থাকে তাহলে সাইফউদ্দিন ওয়ান অফ দ্য বেস্ট।'


সাইফউদ্দিনের দুর্ভাগ্য আখ্যা দিয়ে ইমরুল বলেছেন, 'শুধু এই বিপিএল না সে অনেক বিপিএলেই নিজেকে প্রমাণ করেছে। ঘরোয়া ক্রিকেটেও সে নিজেকে প্রমাণ করেছে। ওইদিক থেকে এটা তার জন্য দুর্ভাগ্য দল থেকে বাদ পড়া। যেহেতু এটা ম্যানেজমেন্টের অংশ তারা হয়তো অনেক ভালো কিছু চিন্তা করেছে। তবে ক্রিকেটার ও দর্শক হিসেবে মনে হয় সাইফউদ্দিন ভালো অপশন ছিল।'



২০১৯ বিশ্বকাপে একই ভাগ্য বরণ করতে হয়েছিল ইমরুলের। ভালো পারফরম্??ান্সের পরও কম্বিনেশনের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তিনি। সেই আক্ষেপ এখনও বয়ে বেড়াচ্ছেন এই ওপেনার। সাইফউদ্দিনের উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপে খেলার জন্য বড় স্বপ্ন দেখে। এভাবে ক্রিকেটারদের শেষ মুহূর্তে বাদ পড়া দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত বলে মনে করেন ইমরুল।


তার ভাষ্য, 'একটা প্লেয়ার অনেক স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলার। বিশ্বকাপ কিন্তু একদিন দুইদিনের স্বপ্ন না অনেক দিনের স্বপ্ন । আমার মনে হয় সাইফউদ্দিন যখন থেকে ফিট হয়েছে, বিপিএলে ভালো করেছে তখন থেকেই সে স্বপ্ন দেখা শুরু করেছে বিশ্বকাপে যাবে বা বিশ্বকাপে কী কী করবে। আপনি এক ম্যচ বিবেচনা করে যে বাদ দিয়ে দিলেন এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো না। তাহলে দেখবেন অনেকে স্বপ্ন ছাড়াই বিশ্বকাপে খেলছে। তাহলে কিন্তু পারফরম্যান্স ভালো হয় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball