promotional_ad

রাহুল-গোয়েঙ্কার আলোচনায় সমস্যা দেখেন না লক্ষ্ণৌর সহকারী কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষে লোকেশ রাহুল বলেছিলেন, ‘সত্যি বলতে, ভাষা হারিয়ে ফেলেছি। টিভিতে ওদের এই ধরনের ব্যাটিং আমরা দেখেছি, কিন্তু আজকে অবিশ্বাস্য ছিল।’ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এমন কথায় বুঝতে বাকি তার দলের বোলারদের উপর কি ধরনের ঝড় বইয়ে গেছে। আগে ব্যাটিং করে ১৬৫ রানের পুঁজি পেলেও সেটা টপকে যেতে হায়দরাবাদ সময় নিয়েছে মাত্র ১০.২ ওভার।


মূলত ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লক্ষ্ণৌর বোলাররা। ১০ উইকেটের এমন হারের পর অনুমেয়ভাবেই অখুশি ছিলেন মালিকপক্ষ। ম্যাচ শেষে প্রতিফলন দেখা গেছে সেটিরই। খেলা শেষ হওয়ার পর বাউন্ডারি সীমানার পাশে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে কথা বলতে থাকেন লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তার কথা বলার ধরন দেখে আনুমান করা যাচ্ছিল মোটেও খুশি ছিলেন না তিনি।



promotional_ad

রাহুল ছিলেন অনেকটা অসহায়ের ভঙ্গিতে। ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে খানিকটা অন্যভাবে কথা বলায় স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছেন গোয়েঙ্কা। সমর্থকদের পাশাপাশি বেশিরভাগ সাবেক ক্রিকেটারও কাঠগড়ায় তুলছেন তাকে। গুঞ্জন বেরিয়েছে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রাহুল। শুধু তাই নয় পরের মৌসুমের জন্য তাকে রিটেইন নাও করতে পারে লক্ষ্ণৌ।


রাহুল কিংবা গোয়েঙ্কার কেউ এখন পর্যন্ত মুখ না খোলায় বিষয়টা আরও জোরালো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের একের পর এক প্রতিবেদনে। যদিও এসব গুঞ্জন অনেকটা উড়িয়েই দিলেন ল্যান্স ক্লুজনার। লক্ষ্ণৌর সহকারী কোচ নিশ্চিত করেছেন রাহুল এবং গোয়েঙ্কার মাঝে হওয়া এমন জোরালো আলোচনায় তিনি কোন সমস্যা দেখেন না।


দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে আগে সংবাদ সম্মেলনে ক্লুজনার বলেন, ‘দুজন ক্রিকেটপ্রেমীর মাঝে জোরালো আলোচনার মাঝে আমি কোন সমস্যা দেখি না। আমাদের জন্য খুবই অপ্রয়োজনীয় একটা আলোচনা। আমরা এমন জোরালো আলোচনা পছন্দ করি। আমার মনে হয় এভাবেই দলগুলো ভালো থেকে আরও ভালো হয়। সুতরাং এটা আমাদের জন্য আহামরী কিছু নয়।’



এবারের আসরে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে লক্ষ্ণৌ। প্লে-অফে যেতে হলে কঠিন সমীকরণ পেরোতে জবে তাদের। দিল্লির বিপক্ষে ম্যাচটা তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে পুরো মৌসুম জুড়েই প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি রাহুলরা। ক্লুজনার নিজেও মনে করেন, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরানদের নিয়ে যে ধরনের ব্যাটিং করা উচিত ছিল সেটা তারা করতে পারেননি।


এ প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে রাহুলের সঙ্গে আরও যারা আছে তারা আমরা যতটা ভালো করা উচিত ছিল সেটা করতে পারিনি। এই কন্ডিশনটা তার জন্য কঠিন। এটা এমন একটা জিনিস যা নিয়ে অবশ্য আমরা আলোচনা করেছিল। সমস্যাটা হচ্ছে কঠিন সময়ে আরও নিয়মিত উইকেট হারাতে থাকি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball