promotional_ad

আয়ারল্যান্ডকে হারিয়ে ‘স্বস্তি’ পাচ্ছেন বাবর, সিরিজ জিততে দিতে চান শতভাগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আয়ারল্যান্ডকে সিরিজে ফেরালেন স্টার্লিং ও ক্যাম্ফার

১৬ ফেব্রুয়ারি ২৫
পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফায়ারের ১৪৪ রানের জুটিতে আয়ারল্যান্ডের জয়, ক্রিকেট আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা অবস্থানে ছিল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচটি জেতায় তাই দারুণ আনন্দিত দলটির অধিনায়ক বাবর আজম। আপাতত নিজেকে নির্ভার মনে করছেন বাবর। শেষ ম্যাচটি জিততে নিজেদের শতভাগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।


আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরে যেতে পারত পাকিস্তান। আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৯৩ রান তুলে বড় কিছুরই ইঙ্গিত দিচ্ছিল আয়ারল্যান্ড। ১৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।



promotional_ad

অধিনায়ক বাবর নিজেই শূন্য রানে ফিরে যান। এরপর মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের ১৪০ রানের জুটিতে শুধু ম্যাচ নয়, সিরিজেও ফিরে পাকিস্তান। রিজওয়ান ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। ফখর করেন ৪০ বলে ৭৮ রান। শেষদিকে ১০ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিও খেলেন আজম খান।


আরো পড়ুন

'পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে আফগানিস্তান', ওয়াসিম-ওয়াকারদের খোঁচা জাদেজার

২ ঘন্টা আগে
অজয় জাদেজা ও ওয়াসিম আকরাম

ম্যাচ শেষে বাবর বলেন, 'আমি কিছুটা স্বস্তি পাচ্ছি। সব ব্যাটারকে কৃতজ্ঞতা দিতে হবে। বোলিংয়ের পর আমরা চেয়েছিলাম ১৮ ওভারের মধ্যে জিততে। শুরুতে আমরা কিছু উইকেট হারালেও আমরা মোমেন্টাম ধরে রাখতে চেয়েছি। বোলিং করাটা ভালো সিদ্ধান্ত ছিল, কেননা আকাশে মেঘ ছিল, বৃষ্টিও হয়েছে।'


পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ওভারে ৩৯ রান নেয় আয়ারল্যান্ডের ব্যাটাররা এটার কৃতিত্ব আইরিশদের দেন বাবর। শেষ ম্যাচ জেতার দিকেই নজর দিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক।



বাবর আরও বলেন, 'বোলিংও দারুণ ছিল। তবে শেষ তিন ওভারে আয়ারল্যান্ড যেমন খেলেছে, কৃতিত্ব তাদের দিতেই হয়। ফখর খুবই অভিজ্ঞ ব্যাটার। সে পরিস্থিতি বুঝেই খেলেছে। আয়ারল্যান্ড দারুণ একটি দল। এই ম্যাচে আমরা ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেয়েছি। পরের ম্যাচে আমরা শতভাগ দেয়ার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball