শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে নতুন ১৮ ক্রিকেটার, বাড়ল ম্যাচ ফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন পরেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করে চমক দেখিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন চুক্তিতে বাড়তি ১২ জন ক্রিকেটারকে জায়গা দিয়েছে শ্রীলঙ্কা।
ফলে ২৯ জনের কেন্দ্রীত চুক্তির তালিকা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। আগের মতোই ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। তবে কাকে কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে এই বিষয়ে খোলাসা করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড।
মূলত ক্রিকেটারদের গোপনীয়তা রক্ষার স্বার্থেই এই বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, 'এই তথ্য জনসম্মুখে প্রকাশ করে খেলোয়াড়দের মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে চাই না আমরা।'

কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শেভন ড্যানিয়েল, দুশান হেমান্থা, নুয়ানিদু ফার্নান্দো ও সেহান আরাচিগে। সব মিলিয়ে চুক্তিতে নতুন করে জায়গা পেয়েছেন ১৮ ক্রিকেটার। পুরোনো চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ ক্রিকেটার।
এর মধ্যে রয়েছেন ভানুকা রাজাপাকসা ও দানুশকা গুনাথিলাকার মতো ক্রিকেটার। নতুন চুক্তিতে বাড়তি ম্যাচ ফি পাবেন ওয়ানিন্দু হাসারাঙ্গারা। টেস্টে সবচেয়ে বেশি বেড়েছে ম্যাচ ফি। টেস্ট খেললে আগের তুলনায় শতভাগ বাড়তি অর্থ পাবেন লঙ্কান ক্রিকেটাররা। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফি বাড়ানো হয়েছে ২৫ শতাংশ।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তির তালিকা:
দিমুথ কারুনারাত্নে, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, ধানাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, প্রাবাথ জায়াসুরিয়া, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, রামেশ মেন্ডিস।
কামিন্দু মেন্ডিস, চামিকা কারুনারাত্নে, দুনিথ ওয়েলালাগে, লাহিরু কুমারা, নিশান মাদুশকা, মাথিশা পাথিরানা, কুসাল পেরেরা, ভিশ্ব ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, প্রামোদ মাদুশান, জানিথ লিয়ানাগে, আকিলা দানাঞ্জয়া, প্রাভিন জায়াবিক্রমা, নুয়ান থুশারা, সেহান আরাচিগে, নুয়ানিদু ফার্নান্দো, দুশান হেমান্থা, লাসিথ এম্বুলদেনিয়া, বিনুরা ফার্নান্দো, শেভন ড্যানিয়েল, নিরোশান ডিকওয়েলা, আশেন বান্দারা, ওশাদা ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো।