promotional_ad

র‍্যাঙ্কিংয়ে এগোলেন বাবর, সেইফার্টের লম্বা লাফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বুধবার। টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমেদ। এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।


মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেন বাবর। আর তাতে ভর করে জয় তুলে নিয়েছে পাকিস্তান।



promotional_ad

এই জয়ের ফলে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে পাকিস্তান। চার ম্যাচে মোট ১২৫ রান এসেছে তার ব্যাট থেকে। পাকিস্তানের আর কোনো ব্যাটার তার চেয়ে ভালো করতে পারেননি এই সিরিজে। এমন পারফরম্যান্সেই ১০ রেটিং পয়েন্ট পেয়েছেন বাবর।


বাবরের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৬৩তে। আগের মতোই ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। তার চেয়ে ৯৮ পয়েন্ট পিছিয়ে আছেন বাবর। ৮০২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ানের পয়েন্ট ৭৮৪।


র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন টিম সেইফার্ট। তিনি পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫২ রান করেছেন। আর তাতেই ১৭তম স্থানে উঠে এসেছেন। ১৭ নম্বরে যৌথভাবে তার সঙ্গী ট্রাভিস হেড। ১০ ধাপ এগিয়েছেন পাকিস্তানের আরেক ব্যাটার ফখর জামান। 



তিনি ৪ ম্যাচে ১০৪ রান করে ১০ ধাপ এগিয়ে ৬২ নম্বরে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন শাহীন শাহ আফ্রিদি। তিনি তিন ধাপ এগিয়েছেন। মিচেল ব্রেসওয়েল ১৩ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকায় সবার উপরে আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball