আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মেই আইপিএল হওয়া উচিত: মিলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েকদিন আগেই আইপিএলের 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম নিয়ে বিরোধিতা করেছিলেন রোহিত শর্মা। এবার আইপিএলের এই নিয়মের সমালোচনা করেছেন ডেভিড মিলারও। গুজরাট টাইটান্সের এই সাউথ আফ্রিকান ব্যাটারের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ীই আইপিএল হওয়া উচিত।


রোহিত তার যুক্তিতে জানিয়েছিলেন, 'ইমপ্যাক্ট প্লেয়ারে'র নিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। কেননা এই নিয়মের কারণে শিভম দুবে বা ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারদের বোলিং করতে হচ্ছে না। তার কথায় সহমত প্রকাশ করেছেন মিলার।


promotional_ad

তিনি বলেন, 'সবাই যার যার মতামত দেবে, তবে আমি এই নিয়মের বড় রকমের ভক্ত নই। ক্রিকেট ১১ জনের খেলা এবং এই ১১ জনকে নিয়েই খেলাটা হওয়া উচিত। রোহিত বলেছে আন্তর্জাতিক ক্রিকেট এমন নয়। আমিও একমত, এটাকে আন্তর্জাতিক ক্রিকেটের মতোই রাখা উচিত।'


'এটার কারণে ছয়জন বোলার এবং আটজন ব্যাটার খেলছে। ম্যাচ থেকে অলরাউন্ডারদের ছিটকে দিচ্ছে। দিন শেষে নিয়মের মধ্যেই সবকিছু হচ্ছে! আর আমাদেরও নিয়মের মধ্যেই খেলতে হচ্ছে।'


এদিকে গুঞ্জন উঠেছে এই আসরের পরই আইপিএল থেকে সরিয়ে দেয়া হবে 'ইমপ্যাক্ট প্লেয়ারে'র নিয়ম। যদিও এই ব্যাপারে বিসিসিআইয়ের কোনো কর্তা এখনও কিছুই বলেননি। যদিও ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যমের মতে, রোহিতের করা মন্তব্য নিয়ে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছে বিসিসিআই।


ভারতের জাতীয় দলের অধিনায়ক বলেছিলেন, ‘আমি মনে করি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম অলরাউন্ডারদের উন্নতিতে ব্যঘাত ঘটাবে। কারণ শেষ পর্যন্ত ক্রিকেটে ১১ জন খেলে, ১২ জন নয়। আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে খুব একটা নই। শুধুমাত্র মানুষকে সামান্য বিনোদন দেওয়ার জন্য খেলাটি থেকে অনেক কিছু বের করে দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি সত্যিকারে এর ক্রিকেটীয় দিকটি দেখেন...আমি অনেক উদাহরণ দিতে পারি- ওয়াশিংটন সুন্দর, শিভাম দুবের মতো ছেলেরা বোলিং করতে পারছে না, যা আমাদের (ভারতের) জন্য ভালো নয়।’


‘জানি না এর কোনো সমাধান আছে কিনা। তবে সত্যি কথা বলতে আমি এই নিয়মের পক্ষে নই। কারণ, ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করার জন্য দলে ১২ জন রাখা হয়। ইমপ্যাক্ট প্লেয়ার যেই হোক না কেন, খেলার পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী এবং পিচ কেমন আচরণ করছে তার উপর নির্ভর করে পরে পরিবর্তনটি করা যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball