promotional_ad

আম্পায়ারের সঙ্গে ‘তর্কে’ জড়িয়ে শাস্তি পেলেন কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নো বলের আশায় রিভিউ নিয়েছিলেন বিরাট কোহলি। তবে অনফিল্ড আম্পায়ারের মতো টিভি আম্পায়ারও নো বল না দিয়ে কোহলিকে আউট ঘোষণা করেন। এমন সিদ্ধান্তের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনারকে। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। যদিও আইপিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেনি ঠিক কি কারণে কোহলিকে জরিমানা করা হয়েছে।


২২৩ রান তাড়ায় কোহলির ব্যাটে ভালো শুরু পেয়েছিল বেঙ্গালুরু। তবে ইনিংসের তৃতীয় ওভারে এসে আউট হয়ে ফিরতে হয় তাকে। কোহলি আউট হয়ে ফিরে যাওয়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। হার্শিত রানার হাই ফুলটসে লিডিং এজ হয়ে বোলারের হাতে ক্যাচ দেন কোহলি। বল অনেকটা উপরে থাকার পরও আম্পায়ার নো বল দেননি। যে কারণে নিজে থেকে রিভিউ নেন ডানহাতি এই ব্যাটার।



promotional_ad

কোহলি রিভিউ নেয়ার পর নো বলের বিষয়টি পর্যালোচনা করেন টিভি আম্পায়ার মাইকেল গফ। তিনিও অনফিল্ড আম্পায়ারের মতো নো বল না দেয়ার সিদ্ধান্ত বহাল রাখেন। নো বল না হওয়ায় অনুমেয়ভাবেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ৭ বলে ১৮ রান করা কোহলি। কিন্তু আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান তিনি। যার ফলস্বরূপই পেয়েছেন শাস্তি।


যদিও আম্পায়াররা উপযুক্ত প্রমাণ দেখিয়েই কোহলির বিপক্ষে নো বল না দেয়ার সিদ্ধান্তটি নিয়েছেন। আইপিএলে নতুন এক পদ্ধতির মাধ্যমে নো বল নির্ধারণ করা হচ্ছে। যেখানে বলের অনুমেয় গতিপথের সঙ্গে ক্রিকেটারের পা থেকে কোমড়ের উচ্চতার মাপ বিবেচনায় নেয়া হচ্ছে। কলকাতা ও বেঙ্গালুরু ম্যাচেও এমনটাই হয়েছে।


নতুন হক আই বল ট্র্যাকিং পদ্ধতি অনুযায়ী, বল পপিং ক্রিজ পর্যন্ত পৌঁছালে কোন উচ্চতায় থাকতো সেটিকে বিবেচনায় নেয়া হচ্ছে। এমন নিয়মে হার্শিতে করা বলটি ০.৯২ মিটার উঁচু দিয়ে যাওয়ার কথা। যেখানে পা থেকে কোহলির কোমড়ের উচ্চতা ১.০৪ মিটার। এটা অবশ্য আইপিএল শুরুর আগে ফটোশ্যূটের সময়ই মেপে রাখা হয়েছে।



কোহলির কোমড় ও বলের অনুমিত গতিপথ অনুযায়ী পার্থক্য ০.১২ মিটার। কোহলি পপিং ক্রিজে দাঁড়িয়ে থাকলে বলটি তার কোমড়েরর ০.১২ মিটার নিচ দিয়ে যেতো। যার ফলে এটি নো বল হওয়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে এটি আরও পরিস্কার করে দেখানো হয়েছে বল ও কোহলির কোমড়ের উচ্চতার দুইটি লাইন টেনে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball