promotional_ad

পাকিস্তান দলে আজমের বদলি হাসিবুল্লাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পায়ের পেশির চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আজম খান। প্রথম ম্যাচের পরই আজমের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 


তার বিকল্প হিসেবে হাসিবুল্লাহ খানকে দলে নিয়েছে পিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।



promotional_ad

একটি মাত্র ম্যাচে সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি। এবার আজম খানের বদলি হিসেবে সুযোগ পেলেন তিনি। আন্তির্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ না হলেও ২৮টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে হাসিবুল্লাহর। ২৬ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৪৮১ রান।


এদিকে আজমের পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। ফলে অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। আপাতত তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিকিৎসকরা।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে পায়ের পেশিতে টান অনুভব করছিলেন এই ব্যাটার।


প্রথম ম্যাচটিতে ২ বল হওয়ার পরই বৃষ্টির কারণে বাতিল করা হয়। সেই ম্যাচেও পাকিস্তানের একাদশে ছিলেন না আজম। এখন তাকে পুনর্বাসনের জন্য লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান।



আর সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে। এই সিরিজে খেলছেন না নিউজিল্যান্ডের নিয়মিত ক্রিকেটাররা। তবে পাকিস্তান নিজেদের সেরা দল নিয়েই লড়াই করছে এই সিরিজে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball