promotional_ad

ওয়াইডের রিভিউ নিতে বলায় পোলার্ড-ডেভিডকে জরিমানা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ‘স্পিরিট অব ক্রিকেট’ বিধি ভঙ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। আচরণ বিধি ভঙ করায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের দুজনকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।


এক বিবৃতিতে জানানো হয়েছে পোলার্ড এবং ডেভিড আইপিএলের আচরণ বিধির লেভেল-১ এর ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী স্পিরিট অব ক্রিকেটের বিধি ভঙ করেছেন। তবে স্পিরিট অব ক্রিকেটের কোন বিধি ভঙ করেছেন তা নির্দিষ্ট করে জানানো হয়নি। নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন তারা দুজন।



promotional_ad

আইপিএল কর্তৃপক্ষ নির্দিষ্ট করে না জানালেও ক্রিকইনফোর দাবি, অনফিল্ড ব্যাটারকে ওয়াইড রিভিউ নেয়ার সংকেত দেয়ায় আচরণ বিধি ভঙ করেছেন পোলার্ড ও ডেভিড। মুল্লানপুরে পাঞ্জাবের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারের ঘটনা এটি। সেই ওভারের শেষ বলে আর্শদীপের অফ স্টাম্পের অনেকটা বাইরের বল মিস করেন সূর্যকুমার যাদব।


শুরুতে রিভিউ না নিল??ও একটু বাদে ঠিকই নিয়েছেন। পাঞ্জাবের অধিনায়ক সেই সময় আম্পায়ারের সঙ্গে বোঝানোর চেষ্টা করেন ১৫ সেকেন্ড হয়ত পেরিয়ে গেছে। এদিকে আম্পায়ার নিশ্চিত ছিলেন রিভিউ নেয়ার আগে সূর্যকুমার ডাগ আউটের দিকে তাকাননি। তবে ফুটেজ পর্যালোচনা করে দেখে গেছে ভিন্ন চিত্র।


যেখানে দেখা যায় ডাগ আউট থেকে অনফিল্ড ব্যাটার সূর্যকুমারকে ওয়াইডের রিভিউ নিতে বলেছিলেন পোলার্ড ও ডেভিড। যা আইপিএলের স্পিরিট অব ক্রিকেটের আচরণ বিধি ভঙ করেছে। যে কারণে মুম্বাইয়ে ব্যাটার এবং কোচকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।



আশুতোষ শর্মার শেষের ঝড়ো ব্যাটিংয়ের পরও ৯ রানের জয় পায় মুম্বাই। সাত ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। পাঁচবারের চ্যাম্পিয়নদের পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে। রাজস্থানের ঘরের মাঠে জয়পুরে গিয়ে খেলতে হবে মুম্বাইকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball