promotional_ad

পাকিস্তানের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলতে চান রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাদে এই দুই দলকে একে অপরের বিপক্ষে খেলতে দেখা যায় না। এক যুগেরও বেশি সময় ধরে দুই দল একে অপরের বিপক্ষে টেস্টও খেলে না।


অবশ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী তিনি। বিশেষ করে নিরপেক্ষ ভেন্যুতে বাবর আজমদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি মাইকেল ভনের সঙ্গে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন রোহিত।



promotional_ad

সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে খেলা পাকিস্তান ও ভারতের খেলা ভালো হবে কিনা। উত্তরে রোহিত বলেন, 'আমি পুরোপুরি তা বিশ্বাস করি।' এরপর ভারতীয় অধিনায়ক আরও বলেন, 'তারা (পাকিস্তান) দল হিসেবে দারুণ। ওদের বোলিং লাইনআপ অসাধারণ। আমার মতে, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে খেলাটা যদি বিদেশের কন্ডিশনে হয়। এটি দুর্দান্ত হবে।'


২০১২-১৩ মৌসুমে ভারতে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে গিয়েছিল পাকিস্তান। এটাই দুই দলের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ। দুই দলের টেস্ট হয়েছে আরও আগে ২০০৭ সালে। গত এশিয়া কাপের আয়োজক পাকিস্তান থাকলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কায়।


আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। এই টুর্নামেন্টেও ভারতের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে রোহিত আইসিসির টুর্নামেন্টের বাইরেও পাকিস্তানের হয়ে নিয়মিত খেলার পক্ষে মত দিয়েছেন।



তিনি বলেন, 'অবশ্যই আমি চাই (নিয়মিত খেলতে।দিন শেষে আমরা প্রতিযোগিতার মধ্যে থাকতে চাই। আমার মনে হয় দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আইসিসি ইভেন্টে আমরা তাদের বিপক্ষে খেলি, সেটা ব্যাপার না। আসলে আমি নির্ভেজাল ক্রিকেট খেলতে চাই। এর বাইরে আর কোনো কিছুতে আমার আগ্রহ নেই। ঝামেলামুক্ত ক্রিকেট, বল ও ব্যাটের লড়াই। যেখানে হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball