promotional_ad

পাকিস্তানের কোচ হওয়ার পথে কারস্টেন-গিলেস্পি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পি। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের কোচ করা হবে সাউথ আফ্রিকান কারস্টেনকে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গিলেস্পিকে দেয়া হচ্ছে লাল বলের ক্রিকেটের দায়িত্ব। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।


সবশেষ বিশ্বকাপের পর প্রধান কোচের চাকরি থেকে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর থেকেই খালি রয়েছে পাকিস্তান দলের প্রধান কোচের পদ। তৎক্ষণাৎ নতুন কাউকে খুঁজে না পাওয়ায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে দায়িত্ব সামলেছেন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ।



promotional_ad

পাকিস্তানের সাবেক ক্রিকেটারের অধীনে দুই দেশেই ব্যর্থ হয়েছেন শান মাসুদ-শাহীন আফ্রিদিরা?? এমন ব্যর্থতার পর অন্তর্বর্তী কোচের দায়িত্বে থাকা হাফিজকেও সরিয়ে দেয় পিসিবি। এরপর থেকে নতুন কোচ খুঁজছে তারা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন শেন ওয়াটসনকে প্রস্তাব দেয় মহসিন নাকভির বোর্ড।


বছরে ২২ কোটির প্রস্তাব পেয়েও তাতে রাজি হননি অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। ওয়াটসন ছাড়াও মাইক হেসন এবং অ্যাডাম ভোজকেও প্রস্তাব দিয়েছিল তারা। তবে তাদের তিনজনের কেউই রাজি হননি। পরবর্তী লুক রনকির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করলেও সেটা খুব বেশি দূর এগোয়নি। জানা গেছে, বর্তমানে কারস্টেন এবং গিলেস্পির সঙ্গে আলোচনা করছে পিসিবি।


যেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেয়ার কথা ভাবা হচ্ছে কারস্টেনের কাঁধে। পাকিস্তানের টেস্ট দলকে সামলাবেন গিলেস্পি। এদিকে কারস্টেন যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন তখন তিন সংস্করণের প্রধান কোচই থাকবেন গিলেস্পি। লাহোরের হেড কোয়াটারে এমন আলোচনা হলেও তেমন কোন অগ্রগতি চোখে পড়েনি।



এদিকে পাকিস্তানের কোচ হওয়ার গুঞ্জনের মাঝে সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন গিলেস্পি। অজি কোচের এমন কাণ্ডে আরও জোরালো হচ্ছে তার পাকিস্তানের কোচ হওয়ার সম্ভাবনা। নিউজিল্যান্ড সিরিজের আগেই প্রধান কোচ নিয়োগ দেবে বলে জানিয়েছে পিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball