promotional_ad

সাউথ অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে গিলেস্পি!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ কিছুদিন ধরেই পাকিস্তান দলের প্রধান কোচের পদটি খালি পড়ে আছে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের পাকিস্তানের প্রধান কোচ হবার গুঞ্জন রটেছে। অনেকে নিজেই সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আবার অনেকের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বনিবনা হয়নি। ফলে তারা নিজেরাই সরে গেছেন।


এবার গুঞ্জন চাউর হয়েছে জেসন গিলেস্পিকে নিয়ে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।



promotional_ad

২০২০-২১ মৌসুম সামনে রেখে পূর্ণ মেয়াদে সাউথ অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন গিলেস্পি। এরও আগে থেকে অ্যাডিলেড স্ট্রাইকার্সের দায়িত্ব সামলেছেন গিলেস্পি। তার কোচিংইয়েই ২০১৭ সালে বিগব্যাশের শিরোপা জেতে অ্যাডিলেড। 


সেই সঙ্গে চারবার প্লে অফে জায়গা করে নিয়েছে দলটি। এমন সফল একজন কোচকে কোনোভাবেই ছাড়তে চাইবে না দলটি। অবশ্য সাউথ অস্ট্রেলিয়া বেশ বাজে পারফরম্যান্স করেছে গত মৌসুমে। তারা ৬ দলের মধ্যে ৫ নম্বরে থেকে আসর শেষ করেছে। 


এদিকে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে পাকিস্তানের কোচ হওয়ার আলোচনায় আছেন গিলেস্পি। এর আগে শেন ওয়াটসন, মাইক হেসন ও ড্যারেন স্যামি পাকিস্তানের প্রধান কোচ হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এদিকে পাকিস্তান আলোচনা চালিয়ে যাচ্ছে আরও দুই কোচ গ্যারি কারস্টেন ও লুক রনকির সঙ্গেও।



কোচ হিসেবে বেশ অভিজ্ঞ গিলেস্পি। খেলোয়াড়ি জীবন শেষে ২০১১ সালে আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচের দায়িত্ব নেন সাবেক এই অজি পেসার। এরপর বেশ কিছুদিন সাসেক্সেরও কোচ ছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball