promotional_ad

মুস্তাফিজ মাঠে নামার আগেই জানে কী করতে হবে, চেন্নাইয়ের সহকারী কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাম্প্রতিক সময়ে বল হাতে একেবারেই ছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নেমেই বাজিমাত করেছেন বাঁহাতি এই পেসার। চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের অভিষেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। মুস্তাফিজের সাফল্যের ব্যাখ্যা দিতে গিয়ে এরিক সিমন্স জানিয়েছেন, মাঠে নামার আগেই সে জানে তাকে কি করতে হবে।


আইপিএল খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন মুস্তাফিজ। সবগুলো ম্যাচে চল্লিশের বেশি রান দেয়া বাঁহাতি এই পেসার নিয়েছিলেন মাত্র দুটি উইকেট। এমন বিবর্ণ পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি তিনি। যদিও তানজিম সাকিবের চোটে শেষ ওয়ানডেতে একাদশে ছিলেন মুস্তাফিজ।



promotional_ad

সেই ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়ার আগে ৩৯ রানে ২ উইকেট নিয়েছিলেন। শুধু তাই নয়, সবশেষ কয়েক বছরেই নিজের সেরা ছন্দে নেই বাঁহাতি এই পেসার। তবে চেন্নাইয়ের জার্সিতে দেখা গেছে অন্য এক মুস্তাফিজকে। কাটার, স্লোয়ারের সঙ্গে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ফাফ ডু প্লেতি, রজত পাতিদার, বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিনের মতো ব্যাটারকে আউট করেছেন বাংলাদেশের এই পেসার।


গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার আগে চেন্নাইয়ের সহকারী কোচ সিমন্স মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘প্রথমত, সে (মুস্তাফিজুর রহমান) খুবই মানসম্পন্ন ক্রিকেটার। সে জানে সে কী করছে। সে বেশ কয়েকদিন ধরেই আমাদের সঙ্গে আছে। তার অনেক অভিজ্ঞতাও রয়েছে। আমি মনে করি আমরা এমনটা বলতে চাই যে তার পারফরম্যান্স আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমরা এটাই করি।’


তিনি আরও যোগ করেন, ‘যখন একজন ক্রিকেটার মাঠে নামে তার ভূমিকা কী সে ভালো জানে, তার কী করতে হবে এবং কৌশল কীভাবে কাজে লাগবে। আমি সব সময় বিশ্বাস করি নতুন ছেলেদের ঘরের মতো মতো অনুভূতি দিতে। তারা মাঠে নামার সময় জানে তাদের কাছে কী প্রত্যাশা থাকে এবং কী কৌশল হবে।’



মাথিশা পাথিরানার বিকল্প হিসেবে নিলাম থেকে দলে নেয়া হয়েছিল মুস্তাফিজকে। নিলামের দিনই এমনটা নিশ্চিত করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। তাতে করে প্রথম ম্যাচে খেলার ক্ষীণ সম্ভাবনাও ছিল না মুস্তাফিজের। তবে পাথিরানার চোটে সুযোগ মেলে বাংলাদেশের এই পেসারের। গুজরাট ম্যাচের আগে চেন্নাইয়ের সঙ্গে যোগ দিয়েছেন পাথিরানা। তাতে করে সবার মাঝে প্রশ্ন জাগছে ২৯ রানে ৪ উইকেট নেয়ার পরও কি একাদশ থেকে জায়গা হারাবেন মুস্তাফিজ?



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball