promotional_ad

ডানহাতি ব্যাটারের বিপক্ষে মুস্তাফিজকে বল ভেতরে আনা দেখতে চান হার্শা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


‘শুরুর দিকে ওর বলে তিন-চার রকমের বৈচিত্র্য, শেষের দিকে আবার তিন-চার রকমের।’ মুস্তাফিজের রহমানের বোলিং বৈচিত্র নিয়ে ২০১৬ সালে এমনটা বলেছিলেন ভিভিএস লক্ষণ। তবে চোটের কারণে সবশেষ কয়েক বছর ধরেই দেখা নেই পুরনো সেই মুস্তাফিজের। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আসরের প্রথম ম্যাচে একটু খানিক ঝলক দেখালেন বাঁহাতি এই পেসার। এদিন লেগ কাটারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটারের বিভ্রান্ত করেছেন তিনি। তবে কমপ্লিট বোলার হতে ডানহাতি ব্যাটারের বিপক্ষে মুস্তাফিজকে বল ভেতরে আনতে দেখতে চান হার্শা ভোগলে।


উইকেট নেয়ার পর পাশাপাশি বোলিং বৈচিত্রে অন্য অনেকের থেকে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের বোলিং বৈচিত্রে মুগ্ধতা ছড়িয়ে গিয়েছিল পুরো বিশ্বে। একটা সময় অফ অফ কাটার কিংবা লেগ কাটার, কখনো-বা স্লোয়ার করেছেন। আবার যখন প্রয়োজন হয়েছে তখন ১৪০ কিলোমিটার গতিতে ইয়র্কারও দিতে পারতেন। তবে চোটের কারণে কাঁধের অপারেশনের পর ধার কমে গেছে প্রায় সবকিছুরই।



promotional_ad

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে বেশ কিছু লেগ কাটার করেছেন। লেগ কাটারের বিশেষত্ব হচ্ছে ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল অফ স্টাম্পে কিংবা উইকেটে পড়ে অনেকটা বেরিয়ে যায়। এমন চিত্র মুস্তাফিজকে প্রায়শই করতে দেখা গেছে। লেগ কাটারের দক্ষ মুস্তাফিজ অবশ্য ডানহাতি এই ব্যাটারের বিপক্ষে বল ভেতরে ঢোকাতে খুব বেশি পারদর্শী না। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে নানান সময়ে এটি নিয়ে কাজ করেছেন তিনি।


বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক, কোর্টনি ওয়ালশ এবং ওটিস গিবসনের সঙ্গেও কাজে করেছেন মুস্তাফিজ। তবে ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল ভেতরে আনার দক্ষতা পুরোপুরি রপ্ত করতে পারেননি বাঁহাতি এই পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের মাঝে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা জানান, তিনি ফিজকে ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল ভেতরে আনা দেখতে চান।


এ প্রসঙ্গে হার্শা বলেন, ‘ফিজের কাছ থেকে আমি যেটা দেখতে চাই সেটা হলো ভেতরের দিকে আনা। আপনি যখন ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল ভেতরের দিকে আনা শুরু করবেন তখন আপনি আবারও একজন কমপ্লিট বোলার হবেন।’



বেঙ্গালুরুর বিপক্ষে দীপক চাহার এবং তুষার দেশপাণ্ডেকে দিয়ে বোলিং শুরু করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। নিজের প্রথম ওভার থেকেই রান বিলিয়ে যাচ্ছিলেন চাহার। পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই প্রতিপক্ষের লাগাম টেনে ধরেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে ফিরিয়েছেন ফাফ ডু প্লেসি এবং রজত পাতিদারকে। দ্বিতীয় ওভারে মুস্তাফিজ নিয়েছেন বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিনের উইকেট।


নিজের প্রথম দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে হার্শা জানান, উইকেটে আহামরী কোন সহায়তা ছিল না। জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার বলেন, ‘দীপক চাহার যে কিনা শুরুতে রান দিয়ে যাচ্ছিল। এমন সময় ফিজ এসে চেন্নাইকে খেলায় ফেরায়। একটা সময় ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিল সে। আপনার মনে হতে পারে তাকে হয়ত তারা বুঝতে পারছে না। আপনি পুরো খেলা দেখুন, দেখবেন উইকেটে আহামরী কিছু ছিল না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball