‘নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে হাসারাঙ্গার টেস্টে ফেরার সম্পর্ক নেই’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরতে চাওয়ার সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গার নিষেধাজ্ঞা এড়ানোর কোনো সম্পর্ক নেই বলে দাবি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি)। গত ১৬ মার্চ নাকি হাসারাঙ্গা নিজের ফিটনেসের উন্নতি হয়েছে জানিয়ে একটি ই–মেইলে এসএলসিকে জানায়। সেখানেই নাকি টেস্টে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অলরাউন্ডার।
সীমিত ওভারের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে গত বছরের আগষ্টে হুট করেই টেস্ট থেকে অবসর নেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট খেলে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়তা পাওয়া হাসারাঙ্গা মাত্র ৪ টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটে আগ্রহ হারিয়েছিলেন
এসএলসিও তখন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছিল। যদিও ৬ মাসের ব্যবধানে অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চলে এসেছেন তিনি। কয়েকদিন আগে তাকে রেখেই দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট শ্রীলঙ্কা।

তবে হাসারাঙ্গার এমন ফেরার খবরে বিতর্কও আছে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এই ম্যাচে ডিমেরিট পয়েন্ট পেলেই আন্তজাতিক অঙ্গনে দুটি টেস্ট অথবা চারটি রঙিন পোশাকের ম্যাচ মিস করতে পারতেন আগেই পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়া হাসারাঙ্গা।
আর এমনটা হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে খেলা হতো না হাসারাঙ্গার। এই ম্যাচ শেষে, কিছুটা তাড়াহুড়ো করেই হাসারাঙ্গাকে নিয়ে দল ঘোষণা করে এসএলসি। দল ঘোষণার পর জানা যায়, বাংলাদেশের ইনিংসের ৩৭তম ওভারে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে হাসারাঙ্গার।
ফলে গত ২৪ মাসের মধ্যে হাসারাঙ্গার নামের পাশে যুক্ত হয়েছে ৮টি ডিমেরিট পয়েন্ট। সঙ্গত ক্রনে দুটি টেস্ট থেকে নিষিদ্ধ করা হয় হাসারাঙ্গাকে। নিয়ম অনুযায়ী যে ফরম্যাটেই আগে মাঠে নামার কথা থাকবে, সেই সিরিজেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
তবে হাসারাঙ্গার টেস্টে ফেরার ঘটনা এসবের সঙ্গে সম্পৃক্ত নয় জানিয়ে শ্রীলঙ্কার নির্বাচক কমিটির সদস্য অজন্তা মেন্ডিস বলেছেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে সে আমাদের বলেছে যে আবার টেস্ট খেলতে রাজি সে। আমরা জানি এখন ব্যাপারটি কেমন মনে হচ্ছে, তবে শেষ ওয়ানডের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে না থাকলে হাসারাঙ্গা অবশ্য আইপিএল খেলতে ভারতে যেতেন। জনপ্রিয় গণমাধ্যম ক্রিকইনফো বলছে, হাসারাঙ্গা যে টেস্টে ফেরার পরিকল্পনা করছেন—সে ব্যাপারে তার দল সানরাইজার্স হায়দরাবাদ কিছুই জানত না!