সড়ক দুর্ঘটনার শিকার শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হয়েছিলেন ঋষভ পান্ত। ১৪ মাস পেরিয়ে গেলেও ইনজুরি কাটিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। এবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে।
শ্রীলঙ্কার অনুরাধাপুরার থিরাপান্নে অঞ্চলে এই দুর্ঘটনাটি হয়েছে। জানা গেছে, থিরিমান্নের গাড়িটি একটি লরির সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছে। যার কারণে থিরিমান্নে বাজেভাবে আহত হয়েছেন। বেশ কিছু ইনজুরি হয়েছে তার। দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে।

যদিও লঙ্কান এই সাবেক ক্রিকেটারের ওপর আরও বড় কোনো বিপদ যেতে পারত বলেও মনে করছেন ডাক্তাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে থিরিমান্নের জন্য সুস্বাস্থ্য কামনা করেছেন তার পরিবার এবং ভক্তরা।
২০২২ সালে ৩৪ বছর বয়সেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানান থিরিমান্নে। এরপর থেকে কখনোই আলোচনায় ছিলেন না সাবেক এই ব্যাটার। ২০১০ সালে শ্রীলঙ্কার জার্সি গায়ে অভিষেকের পর ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে এবং ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন থিরিমান্নে।
১৩ বছরের ক্যারিয়ারের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন থিরিমান্নে। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। মোট ৩টি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। পাঁচটি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্বও দিয়েছেন তিনি।