promotional_ad

সড়ক দুর্ঘটনার শিকার শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হয়েছিলেন ঋষভ পান্ত। ১৪ মাস পেরিয়ে গেলেও ইনজুরি কাটিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। এবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে।


শ্রীলঙ্কার অনুরাধাপুরার থিরাপান্নে অঞ্চলে এই দুর্ঘটনাটি হয়েছে। জানা গেছে, থিরিমান্নের গাড়িটি একটি লরির সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছে। যার কারণে থিরিমান্নে বাজেভাবে আহত হয়েছেন। বেশ কিছু ইনজুরি হয়েছে তার। দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে।



promotional_ad

যদিও লঙ্কান এই সাবেক ক্রিকেটারের ওপর আরও বড় কোনো বিপদ যেতে পারত বলেও মনে করছেন ডাক্তাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে থিরিমান্নের জন্য সুস্বাস্থ্য কামনা করেছেন তার পরিবার এবং ভক্তরা।


২০২২ সালে ৩৪ বছর বয়সেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানান থিরিমান্নে। এরপর থেকে কখনোই আলোচনায় ছিলেন না সাবেক এই ব্যাটার। ২০১০ সালে শ্রীলঙ্কার জার্সি গায়ে অভিষেকের পর ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে এবং ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন থিরিমান্নে।


১৩ বছরের ক্যারিয়ারের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন থিরিমান্নে। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। মোট ৩টি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। পাঁচটি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্বও দিয়েছেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball