বাংলাদেশের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হলেন হাথুরুসিংহের সাবেক সহকর্মী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রধান কোচের চাকরি নেয়ার আগে নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। যেখানে তার কোচিং স্টাফের সদস্য ছিলেন নাথান কিলি। ট্রেনার নিক লি চলে যাওয়ার পর সেখানে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে হাথুরুসিংহের সাবেক সহকর্মীকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী দুই বছর বাংলাদেশের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করবেন নাথান। যেখানে ক্রিকেটরদের ফিটনেস দেখভালের দায়িত্বে থাকবেন তিনি। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে চুক্তির মেয়াদ শুরু হবে অস্ট্রেলিয়ান এই কোচের। এক বিবৃতিতে নাথানকে বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত করার খবর নিশ্চিত করেছে বিসিবি।

অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং অ্যাসোসিয়েশন থেকে লেভেল-২ সনদ নিয়েছেন নাথান। চাকরি জীবনে পেশাদার ক্রিকেট এবং বিভিন্ন রাগবি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে এই অস্ট্রেলিয়ানের। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। ওই সময় নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে।
নিউ সাউথ ওয়েলসের আরও বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন নাথান। যেখানে এনএসডব্লিউ পাথওয়েস, এনএসডব্লিউ ব্লু এবং নারী বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন তিনি। এর আগে ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রজার ফেব্রিস স্পিড অ্যান্ড অ্যাগিলিটি একাডেমির স্পিড অ্যান্ড অ্যাগিলিটি ছিলেন নাথান।
বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হওয়ার আগে ব্রিসবেন ব্রাংকোস রাগবি দলের স্পিড অ্যান্ড রিকন্ডিশনিংয়ের জন্য অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। তাতে করে বেশ অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে না গেলেও জিম্বাবুয়ে সিরিজ থেকে বাংলাদেশের হয়ে কাজ করবেন নাথান।