শর্ত দিয়ে খেলবে এটা খারাপ শোনায়, তামিমের ফেরা নিয়ে সুজন

ছবি: আবাহনী

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমার জন্য ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে।’ ফরচুন বরিশালকে বিপিএল চ্যাম্পিয়ন করে সংবাদ সম্মেলনে এসে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ফেরা নিয়ে এমনটাই বলেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক অধিনায়কের শর্ত দিয়ে ফেরার কথা পছন্দ হয়নি খালেদ মাহমুদ সুজনের। আবাহনীর প্রধান কোচের কাছে সবার আগে দেশ এবং জাতীয় দল।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন অবসর নিলেও একদিনের ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম। এশিয়া কাপ না খেললেও সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরেন তিনি। যদিও একটি ওয়ানডে খেলার পরই বিশ্রাম দেয়া হয় তাকে। এরপর নানা বিতর্কে বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেন তামিম। তাতে করে সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো হয়নি তার।

বিশ্বকাপ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে ও দেশের বাইরের কোন সিরিজেই ছিলেন না বাঁহাতি এই ওপেনার। আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবেন কিনা এমন সিদ্ধান্ত নিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তামিম। যদিও এখন পর্যন্ত সেটি নিয়ে কথা হয়নি তাদের। সুজনের চাওয়া, তৃতীয় পক্ষ হিসেবে কথা না বলে তামিমের বোর্ড সভাপতির সঙ্গেই কথা হওয়াই ভালো।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারই তো কোন কথা নেই। মিডিয়াতে আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেকদিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কি চাচ্ছে না চাচ্ছে। যেহেতু ও স্পেসিফিকালি প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো। কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কি হলে খেলবে, এটা ওকে প্রেসিডেন্ট স্যারকে ক্লিয়ার করাইটাই ভালো। এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো।’
বিপিএলের ফাইনালের দিন সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, দলের অনেক কিছু ঠিক না হলে শুধু ফিরে জাতীয় দলের হয়ে খেলতে চান না। তামিমের এমন কথা পছন্দ হয়নি সুজন। কারণ কোন কিছুর বিনিময়ে কিংবা শর্তের যৌক্তিকতা পাচ্ছেন না তিনি। আবাহনী প্রধান কোচ নিজেও চান তামিম ফিরুক তবে এমন শর্ত জুড়ে দেয়ার পক্ষে নন তিনি।
সুজন বলেন, ‘আমরা সবা?? চাই তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন দেখায়, বিইং এ ক্রিকেটার। আমি জাতীয় দলের হয়ে খেলব, দেশ, জাতীয় দল – এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’
‘তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, সিলেক্টররা আছেন, তাঁরা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন… অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোন কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতোটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’