promotional_ad

ডিপিএলেও মুশফিক-সৌম্যদের অধিনায়ক তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরো মৌসুমে ব্যাট হাতে ছন্দে ছিলেন তামিম ইকবাল। সবচেয়ে বেশি রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন বাঁহাতি এই ওপেনার। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালকে বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফিও এনে দিয়েছেন তামিম।


বরিশালকে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে এবার নেতৃত্বভার তুলে দিলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে খেলবেন তামিম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।



promotional_ad

নিজেদের ফেসবুক পোস্টে তামিমের ছবি দিয়ে প্রাইম ব্যাংক লিখেছে, ‘সবচেয়ে বিশ্বস্ত কাঁধেই থাকছে অধিনায়কত্বের ভার: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল খান!’


গত মৌসুমের মতো এবারও প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুনরা। এবার নতুন করে তাদের দলে যোগ দিয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, নাইম ইসলামের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্ট শুরুর আগে দলে টেনেছে পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন অপুদের।


যদিও প্রাইম ব্যাংক ছেড়ে দিয়েছেন দারুণ ছন্দে থাকা পেসার শরিফুল ইসলাম। তার জায়গা পূরণে হাসান মাহমুদকে দলে নিয়েছে তারা। পেসার হিসেবে আরও আছেন রুবেল হোসেন, আশিকুর জামানরা। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন।



১১ মার্চ পর্দা উঠছে ডিপিএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে নামছে প্রাইম ব্যাংক। যেখানে খান সাহেব ‍ওসমান আলী স্টেডিয়ামে তামিমদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ওয়ানডে সিরিজের দলে থাকায় এই ম্যাচে পাওয়া যাবে না মুশফিককে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball