promotional_ad

‘স্টোকসরা রোবট নয় তারাও মানুষ’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম চার টেস্টে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ হেরেছে ইংল্যান্ড। শেষ টেস্টেও রোহিত শর্মা ও শুভমান গিলের সেঞ্চুরিতে চাপে সফরকারীরা। বাজবল ক্রিকেটে নিজেদের মাটিতে দাপট দেখালেও ভারত সফরে এসে যেন নুইয়ে পড়েছেন বেন স্টোকসরা। ইংল্যান্ডের পারফরম্যান্সের পক্ষে কথা না বললেও অ্যালিস্টার কুক মনে করিয়ে দিয়েছেন, স্টোকসরা রোবট নয় তারাও মানুষ।


গত দুই বছর ধরে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনার সবচেয়ে বড় কারণ বাজবল। খানিকটা ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ের কারণ বেশ জনপ্রিয় হয়েছে ব্রেন্ডন ম্যাককালামের দলের খেলার ঘরানা। পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এটি। সবচেয়ে বড় প্রশ্ন ছিল ইংল্যান্ডের বাজবল কিভাবে সামাল দেবে ভারত। বিপরীত প্রশ্নও অবশ্য ছিল।



promotional_ad

ভারতের কন্ডিশন খানিকটা স্পিন নির্ভর হওয়ায় সেখানে বাজবল সম্ভব হবে কিনা সেটাও নিয়েও মানুষের আগ্রহ ছিল। স্টোকস জানিয়েছিলেন, যাই কিছু হোক না কেন তারা এই ঘরানার ক্রিকেট থেকে সরে আসবেন না। শেষ পর্যন্ত সরেও আসেনি সফরকারীরা। তবে ভারত থেকে প্রত্যাশিত ফল নিয়ে ফিরতে পারছে না ইংল্যান্ড।প্রথম দিকে খানিকটা প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষের দিকে এসে পেরে উঠতে পারছে না তারা।


চার টেস্টের তিনটি হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছেন স্টোকসরা। অবিশ্বাস্য কিছু না ঘটলে হার দেখতে হতে পারে ধর্মশালা টেস্টেও। এমনটা হলে প্রত্যাশার পারদে চেপে ভারতে আসা ইংল্যান্ড দুমড়ে-মুচড়ে যাবে। ভারতে খেলার অভিজ্ঞতা থাকা কুক জানিয়েছেন, এখানে এসে খেলা সবসময় কঠিন। যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্য করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, স্টোকসরা রোবট নয়।


টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপকালে কুক বলেন, ‘এখানে কিছু মানবিক ব্যাপারও আছে। এখানে আমরা খেলার আবেগ থেকে দূরে বসে আছি। আমরা এখানে ঘরে বসে বসে টিভি দেখছি। আমি ইংল্যান্ডের পক্ষ নিচ্ছি না কিন্তু তারা খেলা থেকে ৮ সপ্তাহ দূরে ছিল। এটা কঠিন একটা সফর, তারা রোবট নয়। আবারও বলছি আমি তাদের পারফরম্যান্সের কথা বলছি না কিন্তু তারাও তো মানুষ।’



ভারত সফরের চাপ থেকে বেরিয়ে আসতে দ্রুতই স্টোকসদের দেশে ফিরতে বলছেন কুক। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি চাই এই চাপ থেকে বেরিয়ে আসতে তারা ঘরে ফিরে আসুক আমরা এখানে বসে কফি খাচ্ছি এবং তাদেরকে ভারতের দ্বারা পরাজিত হতে দেখছি। খেলোয়াড়দের ভেতরও মানবিক ব্যাপার আছে। পরবর্তী কয়েকদিন তাদের জন্য খুব কঠিন যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball