মাহমুদউল্লাহ এখন দারুণ খেলছে: হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। খেলেছিলেন ৩১ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস। বিপিএলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। মাহমুদউল্লাহর খেলা নিয়ে চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সে এখন দারুণ খেলছে।
বিপিএলে ব্যাট হাতে সফল ছিলেন মাহমুদউল্লাহ। ফরচুন বরিশালের হয়ে ১৫ ম্যাচের ১৩ ইনিংসে ২৩৭ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। যেখানে ১৩৪.৬৬ স্ট্রাইক রেটে রান করেছেন ২৯.৬৩ গড়ে। বিপিএলে পারফর্ম করার সময় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ অটোচয়েজ।

এরপর থেকে মাহমুদউল্লাহর ফেরাটা অনুমেয়ই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন লম্বা সময় পর। ২০২২ সালের এশিয়া কাপের পর থেকেই ২০ ওভারের ক্রিকেটের দলে নেই মাহমুদউল্লাহ। সবশেষ বিশ্বকাপের পারফরম্যান্সও মনে ধরেছে বাংলাদেশের প্রধান কোচের।
অভিজ্ঞ এই ক্রিকেটারের টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সে দলের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। বিপিএলে খেলে দেখিয়েছে সে এখন কতটা ম্যাচিউরড। সে স্বাধীনতা নিয়ে খেলছে। বিশ্বকাপে যখন তাকে দেখলাম, সে খেলা নিয়ে অনেক সতর্ক। সে এখন দারুণ খেলছে।’
ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ হচ্ছিল না জাকের আলী অনিকের। এবারের বিপিএলের সুবাদে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেকও হয়েছে তার। প্রথম টি-টোয়েন্টিতে খেলেছেন বিধ্বংসী ইনিংসও। ঘরোয়া ক্রিকেট না দেখায় এবারের বিপিএলেই প্রথম জাকেরকে দেখেছেন হাথুরুসিংহে। জাকেরের মাঝে ফিনিশারের সব গুণ আছে বলে জানান তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘সে যেভাবে খেলছে, দারুণ। তাকে আসলে আমার আগে খুব একটা দেখা হয়নি। এই বিপিএলেই প্রথম দেখলাম। সে অনেক শান্ত। বিপিএলেও অনেক শান্ত থেকে ব্যাট করেছে। ৫-৬-৭ নম্বরে যে ব্যাট করে তার মধ্যে এই গুণ থাকা উচিৎ। এই পজিশিনে হাতে সময় কম থাকে, সে যা করেছে দেখে অনেক ভালো লেগেছে। পুরো দলকে সে আত্মবিশ্বাস এনে দিয়েছে।’