promotional_ad

কামিন্সই হলেন হায়দরাবাদের অধিনায়ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৬ সালের পর আইপিএলের শিরপার দেখা পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। এরপর কেন উইলিয়ামসন ও এইডেন মার্করামের মতো ক্রিকেটার অধিনায়ক থাকলেও দলটি সাফল্যের দেখা পায়নি। এবার তারা নেতৃত্ব তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে।


সোমবার তারা একটি ফেসবুক পোস্টে নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। গত বছর ভারতের মাটিতেই অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন কামিন্স। এবার অস্ট্রেলিয়ার এই পেসারকেই অধিনায়ক ঘোষণা করল দলটি। আইপিএলে এর আগে কখনই নেতৃত্বে দেখা যায়নি কামিন্সকে।



promotional_ad

মূলত মার্করামের অধীনে আইপিএলের সবশেষ মৌসুম বাজেভাবেই শেষ করেছিল হায়দরাবাদ। যেখানে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি জয় পেয়েছিল তারা। ফলে টেবিলের তলানিতে থেকেই বাদ পরতে হয়। তাই নতুন মৌসুমে বিশ্বকাপ জয়ী কামিন্সের হাতকেই নিরাপদ মনে করেছে দলটি।


আইপিএলের সর্বশেষ নিলাম থেকে রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় হায়দরাবাদ। যা হতে পারত আইপিএল ইতিহাসের রেকর্ড মূল্যও। তবে খানিক বাদে তারই সতীর্থ মিচেল স্টার্ককে পৌনে ২৫ লাখ রুপিতে কিনে সেই রেকর্ড ভেঙে দেয় কলকাতা নাইট রাইডার্স।


কামিন্সকে হায়দরাবাদ কেনার পর থেকেই গুঞ্জন ছিল কামিন্সকে অধিনায়ক করতে পারে দলটি। ২০২০ থেকে ২০২২ আইপিএল পর্যন্ত কলকাতাতেই ছিলেন কামিন্স। যদিও বিভিন্ন কারণে দলটির হয়ে নিয়মিত দেখা যায়নি তাকে।



গত আইপিএলে খেলেননি কামিন্স। মূলত অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে নিজের সেরাটা দিতেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কামিন্সের এমন সিদ্ধান্তের পর বিপাকেই পড়তে হয়েছিল কলকাতাকে। সেই আসরের পর তারা কামিন্সকে আর রিটেইন করেনি। সেই সুযোগ কাজে লাগিয়েই কামিন্স দলে নিয়েছে হায়দরাবাদ।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball