promotional_ad

আমাদের ব্যাটাররা মিস্ট্রি স্পিনার আগের থেকে ভালো খেলে: শান্ত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভুলের কারণে আমাদের খেসারৎ দিতে হয়েছে: শান্ত

২৭ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে শান্ত, আইসিসি

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানার মতো 'মিস্ট্রি' বা 'রহস্য' বোলাররা। ইতোমধ্যেই এই বোলাররা আন্তর্জাতিক অঙ্গনে ভালো পরিচিতি পেয়েছেন। যদিও তাদের নিয়ে একটুও চিন্তিত নন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের নতুন অধিনায়ক মনে করেন রহস্য ডেলিভারি করা বোলারদের আগের থেকে ভালোভাবে খেলতে জানে বাংলাদেশের ব্যাটাররা।


সাধারণত কোনো সিরিজ শুরু হলে 'রহস্য' বোলারদের নিয়ে আলাদা পরিকল্পনা করতে দেখা যায় কোনো দলকে। তবে এই তত্ত্বে যেতে চান না শান্ত। শ্রীলঙ্কার সকল বোলারকে নিয়ে 'ব্যাটিং গ্রুপ' হিসেবে পরিকল্পনা করার পক্ষে তিনি।



promotional_ad

শান্ত বলেন, 'আলাদাভাবে আমরা কখনো এটা চিন্তা করছি না। আমার মনে হয় দলে এখন যারা আছে সবার এখন মিস্ট্রি (রহস্য) স্পিনারকে খেলার ধরন আগের থেকে ভালো হয়েছে। তাই আমার মনে হয় সবগুলো বোলারের বিপক্ষে পরিকল্পনা থাকাটা জরুরী।'


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৯ ঘন্টা আগে
ফাইল ছবি

'আলাদাভাবে কোনো বোলারকে নিয়ে চিন্তা ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা করছি না। আমার মনে হয় না খুব একটা কঠিন হবে আমাদের জন্যে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। সেই চ্যালেঞ্জটা নেয়ার জন্য সব ব্যাটার প্রস্তুত।'


এই সিরিজে বাংলাদেশ দলের বোলাররা হচ্ছেন তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মেহেদী হাসান মিরাজ। তাদের ওপর অগাধ ভরসা রাখছেন শান্ত। লঙ্কান ব্যাটারদের বিপক্ষে এদের যে কেউ একাই ম্যাচ জিতিয়ে দেবে, এমনটাই বিশ্বাস তার।



শান্ত আরও বলেন, 'আমার কাছে মনে হয় আমাদের দলে যে ৫-৬ জন বোলার আছে, সবাই বেশ সক্ষম। যে কেউ একাই খেলা জিতিয়ে দেবে। আমি মনে করি, তাদের দল বেশ ভালো। বিশেষ করে তাদের বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন। তবে আমরা ঘরের মাঠে খেলছি। কিছুটা সুবিধা আমরা অবশ্যই পাব। সামনে কী হয় সেটা দেখার জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা এখানে ভালো খেলব।'


আগামীকাল ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball