পূজারার ক্যারিয়ার কি শেষ, জানতে চাইলেন ব্রড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগে থেকেই ইংল্যান্ড সিরিজে নেই বিরাট কোহলি। চোটের কারণে রাঁচি টেস্টে খেলা হচ্ছে না লোকেশ রাহুলেরও। অভিজ্ঞ ব্যাটার হিসেবে খেলছেন কেবল রোহিত শর্মা। রাঁচিতে শোয়েব বাশির এবং টম হার্টলির স্পিনে ভারত কাবু হওয়ার পর স্টুয়ার্ট ব্রড জানতে চেয়েছেন, চেতেশ্বর পূজারার ক্যারিয়ার কি শেষ?
সিরিজে এগিয়ে থাকলেও রাঁচিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। যশস্বী জয়সাওয়াল ছাড়া আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। বাশির এবং হার্টলির স্পিনে কুপোকাত হয়েছেন রোহিত, শুভমান গিল, রজত পাতিদার এবং রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা।

ইংল্যান্ডের করা ৩৫৩ রানের জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেট ২১৯ রান। সেটাও হয়েছে জয়সাওয়ালের কল্যাণে। শেষদিকে অবশ্য বড় অবদান রেখেছেন ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব। তাদের দুজনের জুটিতেই দ্বিতীয় দিন পার করেছে। এমন ব্যাটিং ধসের পর পুজারার না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রড।
সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে খেলেছিলেন পূজারা। এরপর থেকেই ভারতের টেস্ট দলে বিবেচনা করা হচ্ছে না তাকে। চলমান রঞ্জি ট্রফিতে দারুণ ছন্দেই আছেন অভিজ্ঞ এই ব্যাটার। এখন পর্যন্ত ১২ ইনিংসে ৫৮.১২ গড়ে ৭৮৩ রান করেছেন পূজারা।
যেখানে সৌরাষ্ট্রের হয়ে তিন সেঞ্চুরির সঙ্গে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। রঞ্জিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় চারে রয়েছেন। রাঁচিতে ভারতের ব্যাটিং ধসের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ (টুইটারের বর্তমান নাম) লিখে ব্রড জানতে চেয়েছেন পূজারার ক্যারিয়ার শেষ কিনা।
ব্রড বলেন, ‘কোহলির অভিজ্ঞতা এবং বিশ্বমানের প্রতিভা না থাকায় ভারতের এই ব্যাটিং লাইন আপে কি পূজারাকে ফিরিয়ে আনা যেতো? কিংবা তার কি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ? মনে হচ্ছে সে খানিকটা ধারাবাহিকতা আনতে পারতো এবং অ্যাঙ্কর রোল প্লে করতো।’