promotional_ad

চোট নিয়ে বিপিএল ছাড়লেন মহারাজ-ব্যান্টন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বেথেলের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যান্টন

১২ ফেব্রুয়ারি ২৫
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টম ব্যান্টন

এসএ টোয়েন্টি শেষ করেই প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছিলেন কেশব মহারাজ। তার পাশাপাশি ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছিল ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টনকেও। কিন্তু চোটের জন্য আগেভাগেই ফিরতে হচ্ছে তাদের।


সাউথ আফ্রিকার স্পিনার মহারাজ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন বরিশালের হয়ে। তিন ম্যাচে নিয়েছেন তিনটি উইকেট। কিন্তু আঙুলের চোটের কারণে এই বাঁহাতি স্পিনারকে আর পাচ্ছে না তামিম ইকবালের দল।



promotional_ad

এদিকে দলের আরেক বিদেশি ক্রিকেটার ব্যান্টন ভুগছেন কুঁচকির ইনজুরিতে। আইএল টি-টোয়েণ্টি শেষ করে গত ১৯ ফেব্রুয়ারি বরিশালের হয়ে খেলতে নামেন এই উইকেটরক্ষক ব্যাটার। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেন ২৪ বলে ২৬ রানের ইনিংস। কিন্তু চোটের কারণে তাকে আর পাচ্ছে না দলটি।


এদিকে বিপিলের শেষ পর্বে দলটি যোগ দেয়ার কথা রয়েছে সাউথ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলারের। 'কিলার মিলার' খ্যাত এই ব্যাটার আগামী ২৪ ফেব্রুয়ারি বরিশালের দলে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্লে অফ ম্যাচে খেলবেন তিনি।


এখন পর্যন্ত ১১ ম্যাচে খেলে ছয়টি জয়ের বিপরীতে পাঁচটি ম্যাচ হেরেছে দলটি। সবশেষ রংপুরের বিপক্ষে হারলেও বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বরিশাল। গ্রুপ পর্বে দলটির শেষ ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball